আজকের জোকস : চাঁদে বানর পাঠানো বন্ধ করেছে নাসা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৫ আগস্ট ২০১৯

চাঁদে বানর পাঠানো বন্ধ করেছে নাসা
পল্টুর ছোটবেলা থেকেই চাঁদে যাওয়ার খুব শখ। তাই একদিন রাতে ঘুমানোর আগে তার নানিকে বলল—
পল্টু: নানি, নানি আমি চাঁদে যেতে চাই।
নানি: তুমি তো এখন আর যেতে পারবে না।
পল্টু: কেন?
নানি: কারণ নাসা তো এখন চাঁদে বানর পাঠানো বন্ধ করে দিয়েছে।

****

দামি ঘড়ির নামে কুকুরের নাম
এক ভদ্রমহিলার দু’পাশে দু’টি পোষা কুকুর। তা দেখে তার বান্ধবী জিজ্ঞেস করলো—
বান্ধবী: তোমার কুকুর দু’টোর নাম কী?
মহিলা: এটার নাম হলো রোলেক্স, আর ওটার নাম টিসট।
বান্ধবী: অ্যাঁ! ওদের নাম ঘড়ির নামে কেন?
মহিলা: কারণ ওরা হলো ওয়াচডগ।

****

নিজেকে মুরগি মনে হয়
এক পাগল এসেছেন চিকিৎসকের কাছে—
চিকিৎসক: কী সমস্যা আপনার, বলুন?
পাগল: স্যার, আমার সবসময় মনে হয়, আমি একটা মুরগি।
চিকিৎসক: বলেন কী। তা কবে থেকে এমনটা মনে হয় আপনার?
পাগল: যখন আমি একটি ডিম ছিলাম, ঠিক তখন থেকেই, স্যার।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।