আজকের জোকস : মশা দেখে সবাই হাততালি দিচ্ছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৮ আগস্ট ২০১৯

মশা দেখে সবাই হাততালি দিচ্ছে
মশার বাচ্চা প্রথমবারের মতো উড়তে বের হয়েছে। সারারাত উড়ে সকালের দিকে বাসায় আসার পর মশার বাবা জিজ্ঞেস করল—
বাবা: তো বাবা, উড়ে কেমন মজা পেলে?
বাচ্চা: উড়ে অনেক মজা বাবা। কী বলব আর সে কথা।
বাবা: কী হয়েছে, বল?
বাচ্চা: যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবাই কত হাততালি দিলো!

****

নার্সকে দেখে পালস বেড়ে গেল রোগীর
হাসপাতালে রোগীর পালস দেখছে নার্স। কিন্তু রোগীর পালস ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। তাই চিন্তিত হয়ে ডাক্তারকে বলল—
নার্স: স্যার, আমি যতবার নিচু হয়ে পেসেন্টের পালস দেখতে যাচ্ছি; ততবার ওনার পালস বেড়ে যাচ্ছে। কী করি? ডাক্তার: আপনার ব্লাউজের বোতামটা খোলা, ওটা ভালো করে আটকে নিন। পালস ঠিক হয়ে যাবে!

****

মগের মুখ ও তলা নেই
এক সৈন্য ভুল করে তার মগ উল্টে রেখে গেল টেবিলে। এমন সময় জেনারেলের তৃষ্ণা পেয়েছে। তিনি পেয়াদাকে হুকুম করলেন পানি আনার জন্য।

পেয়াদা অনেকক্ষণ দেখে ফিরে এসে রিপোর্ট করলো, ‘স্যার পানি আনতে পারবো না, মগের কোনো মুখ নেই।’

জেনারেল গেলেন টেবিলের কাছে। তিনিও অনেকক্ষণ গবেষণা করে বললেন, ‘কী আশ্চর্য, এটার তো তলাও নেই।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।