আজকের কৌতুক : অন্ধকারে প্রেমিকার জামা পরে দৌড়
অন্ধকারে প্রেমিকার জামা পরে দৌড়
খোকন: কিরে দোস্ত কী হইছে? অমন ষাঁড়ের মত ছুটতাছোস কেন?
রোকন: আর কইস না দোস্ত, একটুর জন্য ওর বাপের হাতে ধরা খাইছিলাম।
ঠিক সে সময় কারেন্ট চলে এল। আর রোকনকে দেখে সবাই হেসে উঠল-
রোকন: কিরে তোরা হাসোস কেন?
খোকন: তুই তো...
রোকন: আমি কী?
খোকন: তুই তো মাইয়ার কামিজ পইরা আইছোস...
****
শহরের কোটিপতি উকিল যখন কৃপণ
একটি এনজিও শহরের ডোনারদের লিস্ট পরীক্ষা করতে গিয়ে দেখল, শহরের কোটিপতি উকিল একটি পয়সাও এনজিওকে দান করেননি। কর্মী তখন উকিলকে ফোন করে বলল, ‘আপনি এ শহরের সবচেয়ে বড়লোক, অথচ আমাদের সংস্থাকে আজ পর্যন্ত এক পয়সাও দান করেননি।’
উকিল বললেন, ‘তুমি তো অনেক খবর নিয়েছো দেখছি। তুমি কি জানো, আমার মা দশ বছর ধরে শয্যাশায়ী। নিজের চিকিৎসার বিল মেটানোর কোন ক্ষমতা তার নেই। আমার ছোটভাইয়ের অ্যাকসিডেন্টে পা কাটা গেছে, একটা পয়সা রোজগার করার ক্ষমতা তার নেই। আমার বোনের স্বামী মারা গেছে, পাঁচ ছেলে রেখে। তার একটি পয়সা ব্যাংকে নেই।’
কর্মী বলেন, ‘সত্যি, এর কিছুই আমি জানতাম না। আমি দুঃখিত।’
উকিল বলেন, ‘তাহলে শোন, তাদের কাউকেই আমি একটি পয়সা দেইনি। তাহলে কেন আমি তোমাকে টাকা দেব!’
****
জন্মদিনের উপহারে কুকুরছানা
স্কুলের এক ম্যাডামের বিদায় অনুষ্ঠানে সব ছেলেমেয়ে তাকে গিফট দিলো। ম্যাডাম জনির গিফট হাতে নিয়ে উপর-নিচে ঝাঁকিয়ে বললেন, ‘এতে আছে চকলেট।’ এরপর ম্যাডাম সবার গিফট নিয়ে ঝাঁকিয়ে বলে দিলেন কে কী গিফট দিয়েছে। রোকনের গিফট ঝাঁকাতেই প্যাকেট থেকে কিছু তরল বের হলো। তিনি তা মুখে দিয়ে বললেন-
ম্যাডাম: শ্যাম্পেইনের বোতল?
রোকন: না, ম্যাডাম।
ম্যাডাম: ওয়াইন?
রোকন: না, ম্যাডাম, হয়নি।
ম্যাডাম: তাহলে কী আছে এটাতে?
রোকন: কুকুরছানা।
এসইউ/জেআইএম