আজকের কৌতুক : ডাক্তারের প্রেসক্রিপশনে কী লেখা থাকে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৮ জুলাই ২০১৯

ডাক্তারের প্রেসক্রিপশনে কী লেখা থাকে?
১ম বন্ধু: ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে এমন কী লেখে? যা আমরা পড়তে পারি না।
২য় বন্ধু: কিন্তু ফার্মেসিওয়ালারা তো ঠিকই পড়তে পারে।
১ম বন্ধু: হুম, সেখানে লেখা থাকে, ‘আমি লুটে নিছি, এবার তুইও লুটে নে পাগলা!’

> আরও পড়ুন- আজকের কৌতুক : বাসর রাতের পর দরজা খুলছে না বর

****

আগে-পিছে কিছু লাগাও না?
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক নতুন মেয়ে এসেছে-
শিক্ষক: এই যে, তোমার নাম কী?
মেয়ে: পিঙ্কি।
শিক্ষক: আগে-পিছে কিছু লাগাও না?
পিঙ্কি: হুম, আগে ক্রিম আর পিছে সরিষার তেল!

> আরও পড়ুন- আজকের কৌতুক : ফেসবুকে মেয়েদের চেনার উপায়

****

সেলাইয়ের সময় যেন ব্যথা না দেই
এক লোক মারাত্মক আহত হয়েছে। হাতে লম্বা সেলাই লাগবে। অপারেশন টেবিলে শুয়ে সে কাতর চোখে ডাক্তারকে বলল-
রোগী: ডাক্তার সাহেব, একটা কথা ছিল।
ডাক্তার: কী কথা বুঝতে পেরেছি। আর বলতে হবে না। সেলাইয়ের সময় যেন ব্যথা না দেই, এই তো?
রোগী: না না, তা নয় ডাক্তার সাহেব, সেলাই তো করবেনই। সাথে আমার শার্টের হাতার বোতামটাও একটু সেলাই করে দিয়েন, ছুটে গেছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।