আজকের কৌতুক : মেয়ের বদলে প্রেগন্যান্ট হলেন মা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৩ জুলাই ২০১৯

মেয়ের বদলে প্রেগন্যান্ট হলেন মা

বাপ্পী একবার তার মাকে জিজ্ঞেস করল, ‘মা, প্রেগন্যান্ট মানে কী?’ এ প্রশ্ন শুনে বাপ্পীর মা খুব রেগে গেলেন। তা দেখে বাপ্পী ভাবলো, প্রেগন্যান্ট মানে রাগান্বিত হওয়া।

বিজ্ঞাপন

পরের দিন বাপ্পী স্কুল থেকে ফেরার সময় ধাক্কা খেয়ে এক মেয়ের ওপর পড়ে গেল। দেখে মেয়েটির মা খুব রেগে গেলেন। ফলে বাপ্পী বাধ্য হয়ে বলল, ‘আমি পড়লাম আপনার মেয়ের ওপর। তাতে আপনি প্রেগন্যান্ট হলেন কেন?’

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কয়েকটি ডিজিটাল সিনেমার নাম

দেশ দিন দিন ডিজিটাল হচ্ছে। তাই ডিজিটাল দেশের সিনেমার নাম ডিজিটাল না হলে কি চলে? জেনে নিন কয়েকটি পূর্ণদৈর্ঘ ডিজিটাল ছায়াছবির নাম-
• কুদ্দুছ কেন হ্যাকার
• দুই পিসি এক কি-বোর্ড
• হ্যাকারের প্রেম
• মাঝির ছেলে প্রোগ্রামার
• মোবাইল করবি কি-না বল
• কোটি টাকার ল্যাপটপ
• তোমার পিসিতে আমার হার্ডডিস্ক
• মেগাবাইট পাবি কই
• ১ টাকার পিসি!
• পিসি বড় নাকি ল্যাপটপ বড়

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুযোগ পেলেই চাপাবাজি

মরুভূমিতে এক গাধা আর এক হাবিলদারের মধ্যে দেখা হলো।
গাধা জিজ্ঞেস করল, ‘তুই কে রে?’
হাবিলদার এদিক-ওদিক তাকিয়ে আশেপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল, ‘আমি মেজর জেনারেল! তুই কে?’
গাধা এদিক-ওদিক তাকিয়ে আশেপাশে কেউ নেই দেখে বলল, ‘আমি ঘোড়া!’

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।