আজকের জোকস : মেয়েদের হার্ট অ্যাটাক কম হয় কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৮ জুলাই ২০১৯

মেয়েদের হার্ট অ্যাটাক কম হয় কেন?
মেডিকেলের ক্লাসে হার্ট অ্যাটাক বিষয়ে পড়াচ্ছেন বিশেষজ্ঞ অধ্যাপক। তিনি বললেন-
অধ্যাপক: শতকরা ৯০ ভাগ হার্ট অ্যাটাক হয় সাধারণত ছেলেদের। বাকি ১০ ভাগ হয়ে থাকে মেয়েদের।
শিক্ষার্থী: কেন এমন হয়, স্যার?
অধ্যাপক: বিষয়টি খুবই সহজ ভাই।
শিক্ষার্থী: কিভাবে স্যার?
অধ্যাপক: মেয়েদের হার্টের সামনে বাম্পার লাগানো আছে, তাই!

****

সুন্দরী দেখলে চোখ বন্ধ করে ফেলবে
একদল তরুণ সন্ন্যাসী তীর্থ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে। গুরু বললেন, ‘যদি কোন সুন্দরী তোমাদের চোখকে আকর্ষণ করে, তবে চোখ বন্ধ করে ফেলবে। সাথে সাথে বলবে, ‘হরি ওঁম!’

দু’দিন পর রাস্তায় হাঁটতে হাঁটতে একজন বলে উঠল, ‘হরি ওঁম!’ সাথে সাথে বাকি সবাই বলে উঠল, ‘কই? কই? কোন দিকে?’

****

গাড়ির চাকা পাংচার হওয়ার কারণ
মালিক: গাড়ির চাকা এমনভাবে পাংচার হলো কী করে?
চালক: একটা কাচের বোতল চাকার নিচে পড়ে ভেঙে গিয়েছিল স্যার।
মালিক: গাড়ি চালানোর সময় তোমার চোখ থাকে কোথায়, শুনি? একটা আস্ত বোতল চাকার নিচে এলো আর তুমি কিছুই টের পেলে না!
চালক: স্যার, চাকার নিচে একটা লোক এসে পড়েছিল। আর বোতলটা ছিল ওই লোকের পকেটেই। তাই বোতলটি দেখতে পাইনি, স্যার।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।