আজকের জোকস : আপনাকে বিয়ে করতে চাই
আপনাকে বিয়ে করতে চাই
মেয়ে এক্সিকিউটিভ: হ্যালো স্যার, বলুন আপনাকে কী সাহায্য করতে পারি?
টিটু: আমি আপনাকে বিয়ে করতে চাই!
মেয়ে: সরি স্যার, আপনি মনে হয় ভুল নম্বরে কল দিয়েছেন।
টিটু: না আমি ঠিক নম্বরেই ফোন দিয়েছি। প্লিজ আমাকে বিয়ে করুন।
মেয়ে: সরি স্যার। আমি এখন বিয়ে করতে আগ্রহী না।
টিটু: আরে শুনুন না। বিয়ের পর হানিমুনে সেন্টমার্টিনে নিয়ে যাবো আপনাকে।
মেয়ে: স্যার, বলছি আমি আগ্রহী না। তবুও আপনি কেন এরকম করছেন?
টিটু: আচ্ছা আপনি হানিমুনে বিদেশে যেতে চান? ঠিক আছে তাহলে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে হানিমুন হবে।
মেয়েটি ফোন কেটে ব্লক করে দিলো। এবার টিটু মেসেজ পাঠানো শুরু করলো-
‘আপনি যেখানে চান সেখানে বিয়ের অনুষ্ঠান হবে।’ একটু পর আবার মেসেজ- ‘বিয়ের জন্যে শপিং সব আপনার ইচ্ছাতেই হবে।’
শেষমেশ মেয়ে এক্সিকিউটিভ বিরক্ত হয়ে ফোন করলো টিটুকে-
মেয়ে: স্যার বোঝার চেষ্টা করুন, আমি বারবার বলছি যে আমি আগ্রহী না। তবুও কেন আপনি এরকম করছেন?
টিটু: তাহলে আপনারা কেন সারাদিন আমাকে মেসেজ পাঠান? কল করেন আপনাদের দুনিয়ার সব সার্ভিস নিয়ে, আমি আগ্রহী না হওয়া সত্ত্বেও!
আরও পড়ুন : আজকের জোকস: মেয়ের দিকে মনোযোগ দিন
****
আমার জুতা পড়ে যা
ভীষণ মোটা এক মহিলা বাসায় এক চোর ধরলো। এরপর তার উপর বসলো, যাতে চোরটা পালাতে না পারে। তারপর চাকরকে বলল পুলিশে খবর দিতে!
চাকর: আমার জুতা কোথায় গেল? খুঁজে পাচ্ছি নাহ তো!
চোর: আরে জুতা না পেলে আমার জুতা পড়ে যা বাপ!
আরও পড়ুন : আজকের জোকস : বিনা দোষে শাস্তি
****
এটা দিয়ে কাজ চালান
দোকানদার: কোনো কাস্টমার এলে ফেরত দিবি না।
কর্মচারী: কাস্টমার যা চায় তা যদি না থাকে?
দোকানদার: অন্য একটা দিয়ে বলবি, এটা দিয়ে আপাতত কাজ চালান।
কর্মচারী: ঠিক আছে।
কিছুক্ষণ পর এক কাস্টমার এলো-.
কাস্টমার: এক প্যাকেট টয়লেট টিস্যু দাও।
কর্মচারী: টয়লেট টিস্যু নেই। এই নিন শিরিষ কাগজ। এটা দিয়ে আপাতত কাজ চালান।
এইচএন/পিআর