আজকের জোকস : বিনা দোষে শাস্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বিনা দোষে শাস্তি
ছাত্র: স্যার, যে কাজ আমি করিনি সেটার জন্য কি কেউ আমাকে শাস্তি দিতে পারে?

শিক্ষক: না, তা কেন হবে? কোনো কাজ তুমি না করলে তার শাস্তি তুমি কেন পাবে?

ছাত্র: আমিও তাই বলি। অথচ মন্টু বলছিল আমি হোমওয়ার্ক করিনি বলে আপনি না কি আমাকে শাস্তি দেবেন!

আরও পড়ুন: আজকের জোকস : যে রোগের চিকিৎসা আছে ওষুধ নেই

****

ঘুষি দেয়ার কারণ
শিক্ষক: বাবুল, তুমি বলছো যে শফিক তোমাকে মেরেছে। কিন্তু আমি তো ওকে খুব শান্ত বলেই জানি। ও কখনো কাউকে মেরেছে এমনটাও শুনিনি।

বাবলু: আমিও তো ওকে শান্ত বলেই জানতাম। আর তাই ক্লাসের অন্য কাউকে চিমটি না কেটে আমি শুধু ওকেই একটু চিমটি কেটেছিলাম। অথচ ও কিনা শান্ত ছেলে হয়েও আমাকে পাল্টা একটা ঘুষি মারলো!

আরও পড়ুন: আজকের জোকস : ছেলেরা কেমন স্ত্রী পেতে চায়?

****

ঘোড়ার ডাক
শিক্ষক: শেরশাহ প্রথমে ঘোড়ার ডাকের প্রচলন করেন।

ছাত্র: কেন স্যার, এর আগে কি ঘোড়ারা ডাকতে পারতো না?

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।