আজকের কৌতুক : স্বামী মারা গেলে স্ত্রী যা বললেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২২ জানুয়ারি ২০১৯

কৌতুক- এক : স্বামী মারা গেলে স্ত্রী যা বললেন
সকালে অফিসে যাওয়ার পথে স্বামী রাস্তায় চলা স্টিম-রোলারের নিচে পড়ে মারা যান। পরে পুলিশ তাকে নিয়ে বাসায় এসে দরজা নক করেন—
পুলিশ: দরজা খুলুন, আপনার স্বামী স্টিম-রোলারের নিচে পড়ে মারা গেছেন।
স্ত্রী: ঠিক আছে, দরজার নিচ দিয়ে ঠেলে দিন।

> আরও পড়ুন- আজকের কৌতুক : প্রেমিকার চোখের পানির প্রভাব

****

কৌতুক- দুই : দুঃসময়ই হওয়ার কথা
শ্রেণিকক্ষে শিক্ষক ইংরেজি গ্রামারের টেন্স পড়াচ্ছেন—
শিক্ষাক: আচ্ছা পাস্ট, ফিউচার আর প্রেজেন্ট টেন্স যদি একসাথে কোথাও বেড়াতে যায় তাহলে ওদের সময়টা কী হবে?
শিক্ষার্থী: ফিউচার আর প্রেজেন্টের সঙ্গে পাস্ট থাকলে সেটা দুঃসময়ই হওয়ার কথা...

> আরও পড়ুন- আজকের কৌতুক : যাদের সবকিছু পণ্ড হয় তারাই পণ্ডিত

****

কৌতুক- তিন : সাইকেলে চাপার সময়ই নেই
লালু: সাইকেলটা ওরকম হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস কেন রে?
কালু: আজ বড্ড দেরি হয়ে গেছে, সাইকেলে চাপার সময়ই নেই...

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।