আজকের কৌতুক : বারো বছর পর কথা বলল সন্তান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮

কৌতুক- এক : বারো বছর পর কথা বলল সন্তান
নবদম্পতির বাচ্চা হয়েছে। ফুটফুটে বাচ্চা। কিন্তু একটাই দোষ। বাচ্চা কোনো কথা বলে না। এ নিয়ে তারা খুব চিন্তিত।

বারো বছর পর খাওয়ার টেবিলে-
ছেলে: আমাকে একটু চিনি দাও।
মা: কী ব্যাপার, তুমি এতোদিন কোনো কথা বলোনি কেন?
ছেলে: এতোদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আজ চায়ে চিনি কম হয়েছে।

বিজ্ঞাপন

****

কৌতুক- দুই : নারীদের চাওয়া-পাওয়ার অনুভূতি
দুই বন্ধুর কথোপকথন-
১ম বন্ধু: নারীদের চাওয়া-পাওয়ার অনুভূতি বোঝার উপায় কী?
২য় বন্ধু: কোনো নারী যখন গলার স্বর নামিয়ে কথা বলে, তখন বুঝতে হবে তিনি কিছু চাইছেন। আর যখন গলা চড়া করে কথা বলে, তখন বুঝতে হবে তিনি যা চেয়েছিলেন তা পাননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কৌতুক- তিন : ফোনে অবশ্যই রিং দেব
প্রেমিকা তার প্রেমিককে প্রশ্ন করল-
প্রেমিকা: প্রিয়তম, আমাদের এনগেজমেন্টে তুমি কি আমাকে রিং দিবে?
প্রেমিক: অবশ্যই! তোমার ফোন নম্বরটা দাও, আমি অবশ্যই রিং দেব।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।