আজকের কৌতুক : লুঙ্গিতে আগুন লাগলে যা করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ২০ ডিসেম্বর ২০১৮

কৌতুক- এক : লুঙ্গিতে আগুন লাগলে যা করবেন
শিক্ষক: রফিক, ইদানিং তুই নাকি জ্ঞানী লোকের মতো কথা বলিস, তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি?
রফিক: বলেন স্যার, চেষ্টা করে দেখি!
শিক্ষক: এমন একটা সমস্যার কথা বলতো, যা করলেও বিপদ না করলেও বিপদ?
রফিক: লুঙ্গিতে আগুন লাগলে!
শিক্ষক: মানে?
রফিক: স্যার, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ।
শিক্ষক: ফাইজলামি করোস?
রফিক: বিশ্বাস না করলে আপনার লুঙ্গিতে আগুন লাগাইয়া দেখেন।

****

কৌতুক- দুই : তিনটি ইচ্ছা পূরণ করবো
হাবলু ভীষণ অলস। একদিন ঘটনাক্রমে সে একটা জাদুর প্রদীপ পেল। প্রদীপ ঘষতেই হাজির হলো দৈত্য-
দৈত্য: আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করবো। ঝটপট বলো।
হাবলু: আমি একটা পোষা ঘোড়া, একজন কুস্তিগীর আর একটা পিঁপড়া চাই।
দৈত্য: ঘোড়া কেন?
হাবলু: বাইরে একে তো প্রচণ্ড রোদ, তার ওপর যানজট। আমি ঘোড়ার পিঠে চড়ে এক ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই।
দৈত্য: কুস্তিগীর দিয়ে কী হবে?
হাবলু: কুস্তিগীর আমাকে ঘোড়ার পিঠে তুলে দেবে।
দৈত্য: তা তো বুঝলাম। কিন্তু পিঁপড়া কেন?
হাবলু: ঘোড়া কি কষ্ট করে আমি ছোটাব নাকি? পিঁপড়া কামড় দেবে আর ঘোড়া ছুটবে!

****

কৌতুক- তিন : ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠায়
বাবা: ভগবান আর ডাক্তারকে কখনো রাগাতে নেই।
ছেলে: কেন বাবা?
বাবা: ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেয়।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।