আজকের কৌতুক : ইন্টারভিউ শেষে খুন করেছিলাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৫ ডিসেম্বর ২০১৮

কৌতুক- এক : ইন্টারভিউ শেষে খুন করেছিলাম
চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন এক ব্যক্তি-
প্রশ্নকর্তা: আপনার জব হিস্ট্রিতে দেখা যাচ্ছে বেশ কয়েক বছরের গ্যাপ!
প্রার্থী: তাতে কি সমস্যা আছে কোনো, স্যার?
প্রশ্নকর্তা: মানে আমরা জানতে চাইছি, ওই সময়টায় আপনি কী করেছেন, কোথায় ছিলেন?
প্রার্থী: জেল খাটছিলাম।
প্রশ্নকর্তা: বলেন কী! তা কোন অপরাধে?
প্রার্থী: এর আগের ইন্টারভিউ শেষে যে লোক বলেছিল, আপনাকে পরে ফোনো জানাবো, তাকে খুন করেছিলাম!

****

কৌতুক- দুই : নিজেকেও চিনতে পারছিস না!
স্বপ্না: দরোজার ওপাশে কে?
রিতা: আমি।
স্বপ্না: আমি কে?
রিতা: আরে বুদ্ধু, তুই স্বপ্না, নিজেকেও চিনতে পারছিস না!

****

কৌতুক- তিন : ডাকাতির টাকা গুনতে গিয়ে ধরা
জেলখানায় পুরনো আর নতুন দুই কয়েদিতে বন্ধুত্ব হয়ে গেল। দু’জনে গল্প করছে-
পুরনো: তোমার মতো ভালো মানুষ ধরা খাইলা কেমনে?
নতুন: ব্যাংক লুটতে গেছিলাম। তো টাকার বস্তা নিয়ে ওখানেই গুনতে বসে যাই...
পুরনো: কী আশ্চর্য! এ কাজ করতে গেলে কেন!
নতুন: কী করবো! সামনেই দেখলাম লেখা, কাউন্টার ত্যাগ করার আগে টাকা গুনে নিন। পরে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করা চলবে না।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।