আজকের কৌতুক : বারে গিয়ে বিয়ার খাও কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২১ নভেম্বর ২০১৮

কৌতুক- এক : বারে গিয়ে বিয়ার খাও কেন?
অভিযোগের সুরে স্ত্রী স্বামীকে বলল-
স্ত্রী: বিয়ের আগে তুমি বলতে, আমি নাকি তোমার ‘সূর্য’। তাহলে এখন প্রতিদিন বারে গিয়ে বিয়ার খাও কেন?
স্বামী: কী আশ্চর্য! সূর্যের গরমে তেষ্টা পাবে, সেটাই তো স্বাভাবিক, না?

****

কৌতুক- দুই : বাবাকে খুশি করার জন্য
বাবার সঙ্গে ঘুরতে গিয়ে পথের মাঝে কাঁদছে শিশু। তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করা হলো—
পথচারী: বাবু, তুমি কাঁদছ কেন?
শিশু: বাবা মেরেছেন।
পথচারী: খুব ব্যথা পেয়েছ বুঝি!
শিশু: মোটেও না।
পথচারী: তাহলে কাঁদছ কেন!
শিশু: বাবাকে খুশি করার জন্য।

****

কৌতুক- তিন : বাথরুম পেলে হাত তুলবে
কিন্ডারগার্টেনে প্রথম দিনে শিশুদের প্রাথমিক নির্দেশনা দিচ্ছেন শিক্ষিকা-
শিক্ষিকা: কারোর বাথরুম পেলে জায়গায় বসে হাত তুলবে।
শিশু: তাতেই কাজ হবে ম্যাডাম?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।