আজকের কৌতুক : পানপাত্র থেকে দূরে থাকতে হবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৯ নভেম্বর ২০১৮

কৌতুক- এক : পানপাত্র থেকে দূরে থাকতে হবে
রাজধানীর বড় একটি বারে দুই মাতালের কথোপকথন-
১ম মাতাল: কী খাচ্ছ তুমি?
২য় মাতাল: স্ট্র দিয়ে ভোদকা খাচ্ছি।
১ম মাতাল: কেন?
২য় মাতাল: ডাক্তার বলেছেন, পানপাত্র থেকে দূরে থাকতে হবে।

****

কৌতুক- দুই : স্ত্রী পুলিশের সঙ্গে পালিয়ে গেছে
মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামাল ট্রাফিক পুলিশ। তারপর বলল-
পুলিশ: আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি?
ড্রাইভার: আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে। তো আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন।

****

কৌতুক- তিন : চোখের অবস্থান কানের আগে
শ্রেণিকক্ষে বিজ্ঞান পড়াতে গিয়ে শিক্ষক বললেন-
শিক্ষক: কে বলতে পারবে, আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি এবং পরে মেঘের গর্জন শুনি?
ছাত্র: কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।