আজকের জোকস : মোবাইল সিম খেয়ে ফেললে কী হয়?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ১১ নভেম্বর ২০১৮

মোবাইল সিম খেয়ে ফেললে কী হয়?
নারী: হ্যালো! এটা কি অমুক ফোনের কাস্টমার কেয়ার?
কাস্টমার কেয়ার: হ্যা! ম্যাডাম বলুন। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।
নারী: আমার ছেলে আমার মোবাইলের সিমটা খেয়ে ফেলেছে।
কাস্টমার কেয়ার: আপনি ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান। এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন?
নারী: না, আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টকটাইম আছে।
কাস্টমার কেয়ার: তাতে কি?
নারী: যতক্ষণ না পর্যন্ত সিমটা বের করা হচ্ছে; ততক্ষণ আমার ছেলেটা যদি কথা বলে তাহলে আমার ব্যালেন্স কাটা যাবে না তো!

> আরও পড়ুন- আজকের জোকস : স্ত্রী অসুস্থ হলে যা করবেন

****

স্ত্রীর সঙ্গে কাটানো দশ বছর
স্ত্রী: আমার সাথে দশ বছর সময় কাটানো তোমার কাছে কি?
স্বামী: আরে সে এক সেকেন্ড মনে হয়। চোখের পলকে কেটে গেল প্রিয়।
স্ত্রী: আমার জন্য দশ হাজার টাকা তোমার জন্য কি?
স্বামী: আরে সে তো এক টাকার মত। কোন ব্যাপারই না।
স্ত্রী: তা সোনা, আমাকে দশ হাজার টাকা দিতে পারবে এখন?
স্বামী: দাঁড়াও, এক সেকেন্ড পরে দিচ্ছি।

> আরও পড়ুন- আজকের জোকস : স্বামীকে বেলুন নিয়ে তাড়া করল স্ত্রী

****

বাচ্চা দিতে গিয়ে মারা গেছে
বল্টু: দোস্ত আমাকে ৫০০ টাকা ধার দে, খুব দরকার।
নান্টু: আরে তোর কাছে টাকা গেলে তো বাচ্চা দেয়। তাই শুধু ৫০০ টাকা কেন, আমার যা আছে সব দিতে পারি।
বল্টু: ধন্যবাদ দোস্ত, তোর মত লোকই হয় না।

মাস খানেক পর...
নান্টু: কিরে দোস্ত, প্রায় এক মাস হলো, তুই যে আমার কাছ থেকে ৫০০ টাকা ধার নিলি, তা তো ফেরৎ দিলি না?
বল্টু: দোস্ত কি আর বলবো দুঃখের কথা। ওই ৫০০ টাকা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।