আজকের কৌতুক : স্বামীর ওপর স্ত্রীর প্রতিশোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৩ নভেম্বর ২০১৮

কৌতুক- এক : স্বামীর ওপর স্ত্রীর প্রতিশোধ
মার্কেট থেকে ফিরে এসে স্ত্রী দেখলো গ্যারেজে গাড়ি নেই, দরজায় স্টিকারে লেখা- ‘বন্ধুর বাড়ি খেলা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে, কোনো দরকার থাকলে কল করো।’ তাই স্ত্রী ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো।

মাঝ রাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকার। আর তাতে লেখা আছে- ‘গাড়িতেই ঘুমিয়ে পড়। কলিং বেল বাজিও না, তার খোলা আছে। আর দরজায় ধাক্কা দিও না, এটা ভদ্রলোকের পাড়া।’

> আরও পড়ুন- আজকের কৌতুক: স্বামীকে নিয়ে স্ত্রীর বাজে স্বপ্ন

****

কৌতুক- দুই : প্রতিদিন খেলাধুলা করবা
শিক্ষক: খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো। তোমরা প্রতিদিন খেলাধুলা করবা...
নান্টু: জ্বী স্যার! আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি...
শিক্ষক: শাব্বাস! গুড বয়… প্রতিদিন কয় ঘণ্টা করে খেল, বল দেখি?
নান্টু: মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত, স্যার।

> আরও পড়ুন- আজকের কৌতুক : তুমি তো সবসময়ই এমন মোটা

****

কৌতুক- তিন : ব্যাগের মধ্যে টিভির রিমোট
এক নারী কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ থেকে ক্রেডিট কার্ড বের করার সময় ক্যাশিয়ারের নজরে এলো ব্যাগের মধ্যে টিভির রিমোট। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন-
ক্যাশিয়ার: ব্যাগে রিমোর্ট কি সব সময় থাকে?
নারী: না। মাঝে মাঝে থাকে। আজ হ্যাজব্যান্ড খেলা দেখবে বলে শপিংয়ে এলো না, তাই জব্দ করতে রিমোট ব্যাগে করে নিয়ে এসেছি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।