আজকের জোকস : বাবা-ছেলের বয়স সমান হয় কিভাবে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৫ অক্টোবর ২০১৮

বাবা-ছেলের বয়স সমান হয় কিভাবে?
শিক্ষক: তোর বাবার বয়স কত, ছোটন?
ছোটন: আমার যা বয়স, তা-ই।
শিক্ষক: বান্দরামো হচ্ছে? তোর বাবার বয়স তোর সমান!
ছোটন: জ্বী স্যার। কারণ যেদিন আমার জন্ম হলো, সেদিনই তো তিনি বাবা হলেন!

> আরও পড়ুন- আজকের জোকস : স্ত্রী সারাক্ষণ ঝগড়া করে

****

স্ত্রী থাপ্পড় মারার পর যা হলো
রেগে গিয়ে স্ত্রীকে দুটি থাপ্পড় মারার কিছুক্ষণ পর স্বামী বলল, ‘একজন মানুষ শুধু ওই মানুষকেই আঘাত করে; যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে।’

তারপর স্ত্রী তার স্বামীকে তিনটি থাপ্পড়, ৪টি লাথি আর ১২ বার ঝাড়ুপেটা করার পর বলল, ‘তোমার কি মনে হয়, শুধু তুমিই আমাকে ভালোবাসো?’

> আরও পড়ুন- আজকের জোকস : পৃথিবীতে সফল কারা?

****

খুনের মামলায় ১০ বছর জেল
পাত্রীর বাবা: তা ছেলের ব্যবহার কেমন?
ঘটক: খুব ভালো। এক খুনের মামলায় ১০ বছর জেল হয়েছিল। ভালো ব্যবহার দেখেই তো জেল কর্তৃপক্ষ সাজা দুই বছর মওকুফ করেছে।
পাত্রীর বাবা: ছেলে আমার মেয়েকে যে কখনই ছেড়ে যাবে না, আপনি কী করে বুঝলেন?
ঘটক: ছেলে এখন পর্যন্ত কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি। বরং গার্লফ্রেন্ডরাই তাকে ছেড়ে গিয়েছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।