আজকের জোকস : বুদ্ধিতেও ধার দেওয়া যায়!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৩ অক্টোবর ২০১৮

বুদ্ধিতেও ধার দেওয়া যায়!
ফেরিওয়ালা: ছুরি-চাকু ধার করাই... ছুরি-চাকু ধার করাই...
লাল্টু: ভাই... বুদ্ধিতেও কি ধার দেওয়া যায় না!
ফেরিওয়ালা: যাবে, তবে সেই বুদ্ধিটা তোমার আছে তো?
লাল্টু: আছে তো।
ফেরিওয়ালা: তাহলে সেই বুদ্ধিটা নিয়ে আসো দেখি...

****

তুমি কি রজনীকান্ত?
বাবা: তোমার রেজাল্টের খবর কি?
পল্টু: হেডমাস্টারের ছেলে ফেল করেছে!
বাবা: আর তুমি?
পল্টু: ডাক্তারের ছেলেও!
বাবা: তোমার রেজাল্ট?
পল্টু: ওই উকিলের ছেলেও!
বাবা: দুষ্টু ছেলে, আমি তোমারটা জানতে চাইছি...
পল্টু: তুমি কি রজনীকান্ত? যে তোমার ছেলে পাস করবে! তাই ফেল করে গেছি।

****

তোমাকে থাপ্পর মারলাম
শিক্ষক: আমি তোমাকে থাপ্পর মারলাম- এর ভবিষ্যত কাল কী হবে?
মন্টু: স্যার, বিকেলে বাড়ি ফেরার সময়ে আপনার মোটরসাইকেলের চাকা পাংচার পাবেন...

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।