আজকের কৌতুক : ভালোবাসার গ্যারান্টি নেই কেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ অক্টোবর ২০১৮

কৌতুক- এক : ভালোবাসার গ্যারান্টি নেই কেন?
শিক্ষক: ‘আই লাভ ইউ’ কথাটি কোন দেশ আবিষ্কার করেছে?
ছাত্র: স্যার, মেড ইন চায়না।
শিক্ষক: কীভাবে!
ছাত্র: এর কোনো গ্যারান্টি নেই, কোয়ালিটিও নেই। টিকলে সারাজীবন টেকে, না টিকলে দু’দিনও টেকে না!

****

কৌতুক- দুই : ডিনার শেষে বাসন মাজছি
পল্টু: কেমন আছেন? অনেকদিন আপনার খবর নেই। তা কী করছেন এখন?
নান্টু: এই তো, তোর ভাবির সাথে ডিনার শেষ করে উঠলাম, আর এখন স্কচ নিয়ে বসেছি।
পল্টু: বলেন কি? তা কোনটা... ব্ল্যাক লেবেল না রেড লেবেল?
নান্টু: আরে না! স্কচব্রাইট দিয়ে বাসন মাজছি।

****

কৌতুক- তিন : ওরাল পিল খাবেন!
এক গৃহবধূ গ্যাসের ডিলারকে ফোন করতে গিয়ে ভুল করে গাইনি চিকিৎসককে ফোন করে ফেলেছে।
গৃহবধূ: আচ্ছা, ডেলিভারির ক’দিন পরে আবার বুক করা যাবে?
চিকিৎসক: তা ছ-সাত মাসের আগে তো নয়ই।
গৃহবধূ: সে কি। তাহলে এতোদিন খাবো কী?
চিকিৎসক: কেন? ওরাল পিল খাবেন!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।