আজকের কৌতুক : মোবাইল দেখে যা করলেন স্বামী-স্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

কৌতুক- এক : মোবাইল দেখে যা করলেন স্বামী-স্ত্রী
স্বামী: কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না।
স্ত্রী: কেন, কী হয়েছে তাতে?
স্বামী: এটা ডাল হয়েছে? না লবণ, না কোনো মসলা!
স্ত্রী: আমিও তোমাকে কতবার বলেছি যে, মোবাইল দেখতে দেখতে খাবার খেয়ো না!
স্বামী: তাতে সমস্যা কী?
স্ত্রী: ভাতে তুমি ডাল দাওনি, পানি ঢেলেছো!

****

কৌতুক- দুই : আমার স্ত্রী হারিয়ে গেছে
স্ত্রী: আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কী করবে?
স্বামী: এমন কিছু করবো, যা দেখে তুমি অবাক হবে।
স্ত্রী: কী করবে, সেটা আগে বলো।
স্বামী: কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী: বিজ্ঞাপনে কী লিখবে?
স্বামী: আমার স্ত্রী হারিয়ে গেছে। তাকে যে খুঁজে পাবে, সে তার হয়ে যাবে!

****

কৌতুক- তিন : তরকারিতে সবজি কম হয়েছে
স্বামী: আজ তরকারিতে লবণ বেশি হয়েছে।
স্ত্রী: লবণ ঠিকই আছে।
স্বামী: কে বলল, ঠিক আছে?
স্ত্রী: আমি বলছি।
স্বামী: কোন যুক্তিতে ঠিক আছে?
স্ত্রী: তরকারিতে সবজি কম হয়েছে। বলেছিলাম না, তরি-তরকারি বেশি করে আনবে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।