আজকের কৌতুক : এত মোটা হলি কীভাবে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২২ আগস্ট ২০১৮

কৌতুক- এক : এত মোটা হলি কীভাবে?
পাঁচ বছর পর দুই বান্ধবী রিতা আর মিতার দেখা হলো-
মিতা: আরে রিতা, তুই তো পুরাই হাতির বাচ্চা হয়ে গেছিস! হায় হায়! এত মোটা হলি কীভাবে?
রিতা: আমাদের বাসায় ফ্রিজ নেই তাই...
মিতা: ফ্রিজের সঙ্গে তোর কুমড়ো পটাশ হওয়ার সম্পর্ক কী?
রিতা: পচে যাবে বলে রাতে কোনো খাবারই রাখেন না মা। ঘুমানোর আগে সব আমাকেই খেতে হয়।

****

কৌতুক- দুই : নারী শক্তির প্রতীক
বস: নারী যদি শক্তির প্রতীক হয়, তবে পুরুষ কীসের প্রতীক?
মন্টু: সহ্যশক্তি, স্যার!
বস: কীভাবে?
মন্টু: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।

****

কৌতুক- তিন : কোনোখানে ছুলেই ব্যথা করছে!
চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলছেন সেন্টু-
সেন্টু: ডাক্তার সাব, শরীরের কোনোখানে ছুলেই ব্যথা করছে!
চিকিৎসক: তার মানে আপনি মারাত্মক অ্যাকসিডেন্ট করেছেন? রাস্তা পার হওয়ার সময়...
সেন্টু: না ডাক্তার সাব!
চিকিৎসক: তবে কি আপনি অসুস্থ মানে জ্বর হয়েছে? ডেঙ্গু!
সেন্টু: দরজায় চাপা খেয়ে ডান হাতের একটা আঙুল ভেঙে গেছে। সেই আঙুল যেখানেই ছোঁয়াই ব্যথায় পাগল হওয়ার দশা।
চিকিৎসক: আমার এখন মাথাব্যথা করছে। এই কে আছিস, আমাদের ওষুধের বাক্সটা নিয়া আয় জলদি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।