আজকের জোকস : রোজ রোজ গেলে ইজ্জত থাকে না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৯ আগস্ট ২০১৮

রোজ রোজ গেলে ইজ্জত থাকে না
১ম বন্ধু: স্কুলে আসা বন্ধ করে দিলি কেন দোস্ত! ঘটনা কী?
২য় বন্ধু: এখন থেকে বাবার সব কথা মান্য করতে শুরু করেছি।
১ম বন্ধু: তোর বাবা স্কুলে আসতে মানা করলো তোকে?
২য় বন্ধু: তা করেনি। কিন্তু বাবা সবসময়ই বলেন, ‘একই স্থানে রোজ রোজ গেলে ইজ্জত থাকে না।’

> আরও পড়ুন- আজকের জোকস : ডিভোর্সের ঘটনা ঘটতো না

****

বাড়িতে থাকলে বলে ঘরকুনো
নান্টু: কীরে লাল্টু, মুখ গোমরা করে রেখেছিস কেন?
লাল্টু: কী আর করমু ক? নিজের বাড়ির লোকই যখন মাথা খারাপ কইরা রাখে?
নান্টু: ঘটনা কি খুইলা ক?
লাল্টু: বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউণ্ডুলে-আওয়ারা, আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো, অকর্মার ধারী। আমি এখন কী করি?

> আরও পড়ুন- আজকের জোকস : এক নামে সবাই খুশি

****

ছেলের সমান বাপের বয়স
সেন্টু: তোর বাপের বয়স কত বছর রে, দোস্ত?
পিন্টু: আমার যা বয়স তাই?
সেন্টু: পাগল কয় কী! এইটা কীভাবে সম্ভব?
পিন্টু: যেদিন আমার জন্ম হলো সেদিনই তো তিনি বাপ হলেন। আর আমিই বাপের প্রথম সন্তান, দোস্ত।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।