আজকের কৌতুক : প্রথম অভিজ্ঞতা কেমন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০১ আগস্ট ২০১৮

কৌতুক- এক : প্রথম অভিজ্ঞতা কেমন?
মাত্র উড়তে শেখা চিকুনগুনিয়া বাহক মশার শাবক বেশ কয়েক চক্কর উড়াল দিয়ে বাসায় ফিরল। বাবা মুগ্ধ চোখে তাকিয়ে দেখছিল। বাচ্চাকে বেশ উৎফুল্ল দেখে বাবা জিজ্ঞেস করল-
বাবা : খুব খুশি খুশি লাগতেছে তোমাকে, বাপধন! প্রথম উড়ে বেড়ানোর অভিজ্ঞতা কেমন ছিল?
বাচ্চা : বাবা, সে যে কী আনন্দের বলে বোঝানো যাবে না। আর তারচেয়ে বেশি ভালো লাগল- যেখানেই গেছি মানুষজন আমাকে দেখে হাত বাড়িয়ে তালি মেরেছে।

> আরও পড়ুন- আজকের কৌতুক : নতুন বসের কথায় হাসবো

****

কৌতুক- দুই : গানের চেয়ে কান্না বেশি সুরেলা
স্ত্রী রাত করে অফিস থেকে ফিরে দেখলেন বাচ্চা কান্নাকাটি করছে। পাশে তার বাবা হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার হাতে বাবুর অনেকগুলো খেলনা। এটা দেখে স্ত্রী বিরক্ত হয়ে বললেন-
স্ত্রী : এত সার্কাস না করে বাচ্চাকে ঘুমপাড়ানি গান শুনালেই তো পারতে! জান না, ওই গান শুনলে সে ঘুমিয়ে পড়ে!
স্বামী : সেই চেষ্টাও করেছি ম্যাডাম। কিন্তু তাতে বাচ্চার চোখে ঘুম তো আসলোই না, উল্টা পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলে গেলেন, ‘এর চেয়ে বাচ্চাকে কাঁদতে দিন’। আপনার গানের চেয়ে ওর কান্না বেশি সুরেলা।

> আরও পড়ুন- আজকের কৌতুক : স্বামী মানসিক নির্যাতন করে

****

কৌতুক- তিন : মজনু ছিল আমার জন্য
বিয়ের অনুষ্ঠানে গেছে স্বামী-স্ত্রী। সেখানে দেখা গেল মদ খেয়ে মাতাল হয়ে নাচছে কনের বাপ। স্মার্ট স্ত্রী কানে কানে স্বামীকে বলল-
স্ত্রী : এই লোকটাকে আমি ২০ বছর আগে রিজেক্ট করেছিলাম। কলেজ লাইফে একদম মজনু ছিল আমার জন্য।
স্বামী : বলছ কী? সেই আনন্দ লোকটা এখনও ভুলতে পারেনি! ভাগ্যবান।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।