আজকের কৌতুক : ধোঁকাবাজ প্রেমিকের ধান্ধাবাজ প্রেমিকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ২৮ জুলাই ২০১৮

কৌতুক- এক : ধোঁকাবাজ প্রেমিকের ধান্ধাবাজ প্রেমিকা
ধোঁকাবাজ প্রেমিক বিদেশ চলে যাচ্ছে। ধান্ধাবাজ প্রেমিকা এসেছে বিদায় জানাতে-
প্রেমিকা : তোমার হাতের হীরার আংটিটা আমাকে দিয়ে যাও।
প্রেমিক : কেন প্রিয়তমা, জান আমার।
প্রেমিকা : এই আংটি আমাকে সারাক্ষণ তোমার কথা মনে করাবে।
প্রেমিক : এটা ছাড়াও তুমি সারাক্ষণ আমাকে মনে করবে।
প্রেমিকা : সেটা কীভাবে?
প্রেমিক : আমি চলে যাওয়ার পর থেকে তোমার মনে খচ খচ করবে একটি কথাই- আংটিটা চাইছিলাম, দিলো না! কী প্রেম করছিলাম রে বাবা।

****

কৌতুক- দুই : টিভি ক্যামেরা জাতীয় কিছু
ছাত্র : স্যার, এবার এমন জিনিস বানিয়েছি যে, ক্লাসে বসেই আমরা পাশের টিচার রুমে আপনারা কী করতেছেন তা দেখতে পাবো।
শিক্ষক : ভালো, যা-ই বানিয়েছো, যে উদ্দেশ্যেই বানিয়েছো- খুশির কথা! এটাই একদিন তোমাদের আরও বড় লক্ষ্যে পৌঁছে দেবে। এটা টিভি ক্যামেরা জাতীয় কিছু?
ছাত্র : না স্যার!
শিক্ষক : তাহলে?
ছাত্র : স্যার, অনেক দিনের চেষ্টায় সবার চোখ বাঁচিয়ে দেয়ালে একটা ফুটো করেছি।

****

কৌতুক- তিন : পরামর্শের জন্য ধন্যবাদ
ঘনিষ্ঠ দুই বন্ধু ডাক্তার আর উকিল। তাদের দেখা হলো এক পার্টিতে-
ডাক্তার : দোস্ত, আর পারি না! একটা কিছু উপায় বলে দে?
উকিল : কী হয়েছে আগে বলবি তো!
ডাক্তার : যেখানেই যাই- কোনো আত্মীয় বাড়ি, কোনো অনুষ্ঠান বা ক্রিকেট খেলা দেখতে- ডাক্তার পরিচয় পেয়ে সবাই শুরু করে রোগ নিয়ে পরামর্শ চাওয়া! আমি কি মানুষ না?
উকিল : কোনো সন্দেহ নাই। সমস্যাটা বল এবার!
ডাক্তার : এর থাইক্যা মুক্তি চাই- সমাধান দে?
উকিল : তোর কাছে এক হাজার টাকা থাকলে দে! আমি সমাধান দিচ্ছি।
ডাক্তার : আচ্ছা বুঝেছি, পরামর্শের জন্য ধন্যবাদ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।