আজকের জোকস : জুতা পছন্দ করতে শো-রুম তছনছ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৪ জুলাই ২০১৮

জুতা পছন্দ করতে শো-রুম তছনছ
জুতা পছন্দ করতে গিয়ে দোকানের প্রায় সব ডিজাইন উল্টেপাল্টে দেখছেন লাবনী। এতে জুতার শো-রুম একেবারে তছনছ হয়ে গেল। কিন্তু পছন্দ হলো না একটিও। এ সময় তার নজর পড়ল অন্যরকম একটি বাক্সের ওপর-
লাবনী : ওই বক্সটা একটু দেখান, প্লিজ। ওটার ভেতরে যে ডিজাইনটা আছে, তা দেখবো।
দোকানদার : দয়া করেন আপা, ওইটা আর দেখতে চাইবেন না!
লাবনী : এটা কেমন কথা! কাস্টমার দেখতে চাচ্ছে।
দোকানদার : আপা, ওইটা আমার লাঞ্চ বক্স!

****

সংসার জীবনে খুবই সুখী
অনেকদিন পর দুই বন্ধুর দেখা হতেই খোশগল্পে মেতে উঠল-
অনি : দোস্ত, বলছিস সংসার জীবনে তুই খুবই সুখী। কিন্তু তুই তো আমাগো ক্লাসমেট শেলিরে বিয়া করছস! ও তো খুবই জেদী আর আর তিরিক্ষি মেজাজের মেয়ে। ওকে সামলে চলা নির্ঘাৎ কঠিন কাজ? কীভাবে ম্যানেজ করিস?
বনি : খুব সোজা। যখন আমি দোষ করি, তখন সঙ্গে সঙ্গে স্বীকার করি। আর যখন সে দোষ করে, জাস্ট চেপে যাই।

****

স্যান্ডেল ক্ষয় কম হবে
সেদিন সকালে হঠাৎ মহল্লার শ্রেষ্ঠ কৃপণ লোকটি নিজের ছেলেকে পেটাচ্ছে। প্রতিবেশীরা ছুটে এসে ছেলেটিকে উদ্ধার করে জানতে চাইলো-
প্রতিবেশী : ছেলেকে এভাবে মারছেন কেন?
কৃপণ : ওকে বলেছিলাম সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় দুই ধাপ একসঙ্গে টপকাতে। এতে স্যান্ডেল ক্ষয় কম হবে, টিকবে বেশিদিন। নির্বোধটা তিন ধাপ করে টপকাতে গিয়ে আজ প্যান্ট ছিঁড়ে ফেলেছে!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।