আজকের কৌতুক : আজকে পেস্ট দিয়ে দাঁত মাজবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২১ জুলাই ২০১৮

কৌতুক- এক : আজকে পেস্ট দিয়ে দাঁত মাজবি
পঙ্কজের বাড়িতে মেহমান এসেছে। কোনো এক কারণে মেহমান ওই দিনই চলে যেতে পারেননি। ফলে রাতটা পঙ্কজের বাড়িতে থেকেছেন।

পরদিন ভোরে মেহমান দাঁত মাজার জন্য নিজের ব্যাগ থেকে একটি টুথপেস্ট বের করেন। এটা দেখে পঙ্কজ সেখানে হাজির। বেশ কতক্ষণ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন-
পঙ্কজ : আজ্ঞে দাদা, বলছিলুম কি, আপনার হাতে ওটা কি, টুথপেস্ট নাকি?
মেহমান : হ্যাঁ দাদা। এটা টুথপেস্ট। আপনাকে দেব একটু?
পঙ্কজ : ওরে শিলা, মন্টু, কুলু, পবন, সমর, সুনেত্রা, রনি... কে কোথায় আছিস? যার যার আঙুল নিয়ে এদিকে আয়, আজকে পেস্ট দিয়ে দাঁত মাজবি।

****

কৌতুক- দুই : মানুষ আর মানুষ নেই
স্কুল থেকে ক্লান্ত-অসুস্থ হয়ে বাড়ি ফিরল মিথুন। একপাল ছাত্র পড়িয়ে ভীষণ মাথাব্যথা তার। বউকে ডেকে বলল-
মিথুন : হ্যাঁ গো ট্যাঁপার মা, পাশের বাসার ওদের কাছ থেকে একটু টাইগার বাম নিয়ে আসো না।

কিছুক্ষণ পর বউ রাগে গজগজ করতে করতে ফিরে এসে বলল-
বউ : মা গো মা, কী কিপটের কিপটে? একটুখানি টাইগার বাম, তা-ও দিলো না!
মিথুন : কী আর করবে ট্যাঁপার মা! মানুষ আর মানুষ নেই এখন! যাও, আলমারি থেকে আমাদের টাইগার বামটাই বের করে আনো।

****

কৌতুক- তিন : আমি খেয়ে এসেছি তো
দুপুর বেলা বোনের বাসায় গেল ভাই। গিয়ে দরজায় নক করল। কেউ খুলল না। আবার নক করল। কিন্তু আগের মতোই, কোনো সাড়া-শব্দ নেই। তারপর আবারও নক করল। এবারও দরজা খোলার নামগন্ধ নেই।

শেষে আর না পেরে চেঁচিয়ে বলল-
ভাই : দিদি, আমি খেয়ে এসেছি তো।
বোন : ওরে দুষ্টু, তা আগে বলবি নে? এতক্ষণ শুধু শুধু কষ্ট করলি বাইরে দাঁড়িয়ে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।