আজকের কৌতুক : সব নারী চরিত্র হাসিখুশি
কৌতুক- এক : সব নারী চরিত্র হাসিখুশি
টিভি দর্শক : মেয়েদের কাছে অতি জনপ্রিয় ‘আমি যেন এক প্রজাপতি’ সিরিয়ালের সব গৃহিণী চরিত্রকে হরদম হাসিখুশি দেখা যায়। এর কারণ কী?
পরিচালক : কারণ নাটকে ওই নারীদের কারোরই শাশুড়ি নেই!
আরও পড়ুন- আজকের কৌতুক : কোন বাপরে ডাকুম
****
কৌতুক- দুই : বৈষম্য তৈরি করতে চাই না
গরিব ঘরের ছেলে লাল্টু মনযোগী ছাত্র। কিন্তু প্রতিবেশী বিত্তশালী পরিবারের ছেলে পল্টু স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে। একদিন পল্টুকে খুব চেপে ধরলো লাল্টু বিষয়টি নিয়ে-
লাল্টু : দোস্ত স্কুলে যাওয়া বন্ধ করে দিলি! পড়ালেখাটা করতে হবে না!
পল্টু : মুরব্বিরা বলেন, শিক্ষায় সবার সমান অধিকার। শিক্ষা নিয়ে বৈষম্য করতে নেই!
লাল্টু : তার মানে?
পল্টু : বেশি পড়াশোনা করে অন্যের সঙ্গে বৈষম্য তৈরি করতে চাই না।
****
কৌতুক- তিন : মোবাইল বদলানোর দোকান
ঈদের আগে বিজ্ঞাপন ছাপা হয়েছে- ‘পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নিন!’ এমন অফারের কথা শুনে জালু ভাই গেলেন ঠিকানামতো। এ সময় দেখা গেল বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়িয়ে দুই তরুণ গল্প করছে-
জালু : ভাই মোবাইল বদলানোর দোকানটা যেন কোনদিকে?
দুই তরুণ পিস্তল বের করে কঠিন গলায় বলল-
তরুণ : বিজ্ঞাপনটা আমরাই দিছিলাম। অহন পকেটের মোবাইলটা দিয়া তাড়াতাড়ি গিয়া নতুন মোবাইল কিন্যা ল!
এসইউ/জেআইএম