আজকের জোকস : স্বাদ বুঝতে একটাই যথেষ্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৮ জুলাই ২০১৮

স্বাদ বুঝতে একটাই যথেষ্ট
নান্টু ঠোঙা থেকে বের করে টসটসে পাকা জাম খাচ্ছে আর চোখ বন্ধ করে স্বাদ উপভোগ করছে। পিন্টু কাছে গিয়ে স্মার্ট ভঙ্গিতে বলল-
পিন্টু : দোস্ত, একলা একলা খাবি? আমারেও দে একটু টেস্ট করি!
নান্টু : এই নে।
পিন্টু : শুধু একটা?
নান্টু : হ্যাঁ, বাকিগুলোর টেস্টও ওই একটার মতোই। জামের স্বাদ বুঝতে তোর মতো স্মার্ট ছেলের জন্য ওই একটাই যথেষ্ট। শুধু শুধু বেশি খেয়ে লাভ কী?

****

দড়ির মাথায় গরু বাঁধা ছিল!
এক মানবাধিকার কর্মকর্তা কয়েদিদের দুঃখ-দুর্দশা জানতে কারাগার পরিদর্শনে এসেছেন। এক কয়েদিকে দেখে তার মায়া হলো। তাকে জিজ্ঞেস করলেন-
কর্মকর্তা : কী অপরাধ ছিল তোমার?
কয়েদি : মাত্র হাত দুয়েক দড়ি চুরি করেছিলাম।
কর্মকর্তা : এর জন্য জেল খাটছ! তা কতদিনের সাজা হয়েছে?
কয়েদি : দুই বছর।
কর্মকর্তা : এটা কি মগের মুল্লুক নাকি! হচ্ছেটা কী দেশে? মাত্র হাত দুয়েক দড়ির জন্য একটা মানুষকে দুই বছর গারদে পুরে রাখা হবে? মানবাধিকার বলে কিছু রইল না আর।
জেলার : স্যার, ওই দড়ির মাথায় কিন্তু একটা গরু বাঁধা ছিল!

****

যার জবাব গুগলেও নেই
কর্মচারী : বস, একটা প্রশ্নের জবাব দেন, প্লিজ। তবে এর উত্তর আপনে তো পারবেনই না, ইমুনকি গুগলও দিতে পারবো মনে অয় না।
বস : বল দেখি, কী সেই মহাপ্রশ্ন যার জবাব গুগলেও নেই?
কর্মচারী : ভদ্দরলোকেরা যখন একা থাকা অবস্থায় হাঁচি দেয় তখন ‘সরি’ কাকে বলে?
বস : কাজের সময়ে এত কথা বলতে কে বলেছে? পত্রিকার ফাইলটা নিয়ে আসো, যাও! আর ফটোকপিগুলো আবার কর, কেমন ঝাপসা লাগতেছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।