আজকের কৌতুক : তোমার ঘরে লুকানো ক্যামেরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১২ এএম, ০৭ জুলাই ২০১৮

কৌতুক- এক : তোমার ঘরে লুকানো ক্যামেরা
সর্দারজির বাড়িতে বেড়াতে গেছে তার এক বন্ধু। গিয়ে দেখে সর্দারজি সারা ঘর আতিপাতি করে কী যেন খুঁজছে। বন্ধু বলল-
বন্ধু : কী খুঁজছো তুমি?
সর্দারজি : লুকানো ক্যামেরা।
বন্ধু : বলো কি! তোমার ঘরে লুকানো ক্যামেরা লাগাল কে?
সর্দারজি : ওই টেলিভিশন চ্যানেলওয়ালারা।
বন্ধু : কী করে বুঝলে?
সর্দারজি : ওরা একটু পরপরই বলে, আপনারা দেখছেন অমুক টিভি। আমি যে অমুক টিভি দেখছি, ও ব্যাটা বুঝল কী করে!

****

বিজ্ঞাপন

কৌতুক- দুই : তুমি একটা সেলফিস!
ইংরেজি পরীক্ষা ছিল কোচিংয়ে! ইমনের যেতে রীতিমতো দেরি হলো! ফলে তাকে বসতে হলো মেয়েদের পেছনে! বাধ্য হয়ে মেয়েদের পেছনে বসে পরীক্ষা দিচ্ছে ইমন! হঠাৎ তার সামনের মেয়েটি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল-
মেয়ে : এই স্বার্থপরের ইংরেজি কী হবে?
ইমন : হ্যাঁ, জানি, কিন্তু বলব না।
মেয়ে : তুমি একটা সেলফিস!

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৌতুক- তিন : সব ইচ্ছাই পূরণ হয়েছে
বুদ্ধি হওয়ার পর থেকে পিন্টুর একান্ত ইচ্ছা ছিল কয়েকটি-
প্রথমত, সঙ্গে থাকবে টাকাভর্তি বাক্স।
দ্বিতীয়ত, একটি মোটামুটি ঝামেলা ছাড়া চাকরি।
তৃতীয়ত, শান্তির ঘুম।
চতুর্থত, কাজ করার স্থানটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

পিন্টুর সব ইচ্ছাই আজ পূরণ হয়েছে। সে এখন এটিএম বুথের সিকিউরিটি গার্ড।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।