আজকের কৌতুক : কোন বাপরে ডাকুম
কৌতুক- এক : কোন বাপরে ডাকুম
হঠাৎ বড়লোক শাহীন সাহেব কাজের ছেলে রতনকে বললেন-
শাহীন : এখন থেকে মেহমান আসলে তাদের সামনে আমি যদি বলি ব্লেজারটা নিয়ে আয়, তুই তখন জিজ্ঞেস করবি- স্যার কোনটা আনবো? জার্মানিরটা, ফ্রান্সেরটা না আমেরিকানটা?
রতন : জ্বে, স্যার। বলবো।
শাহীন : শোন, শুধু ব্লেজারই না, টাই, জুতা, পারফিউম যা-ই বলি, তুই এমন বিদেশি নামগুলো দিয়ে প্রশ্ন করবি। খবরদার ভুলে যেন না যাস!
রতন : জ্বে স্যার, ভুলবো না।
পরদিন এক লোক এসে শাহীন সাহেবের কাছে তার বাবার খোঁজ করলেন। তাকে ড্রয়িং রুমে বসিয়ে জোরে হাঁক ছাড়লেন শাহীন সাহেব-
শাহীন : রতন, রতন! বাবাকে ডাক!
রতন : স্যার, আপনের কোন বাপরে ডাকুম! আমরিকার, জার্মানির, ফ্রান্সের না…
শাহীন : বোকা নাকি! তোর কি মাথা খারাপ হইছে?
রতন : আপনেই তো কইলেন...
> আরও পড়ুন- আজকের কৌতুক : কাজ বুঝে কলার দাম
****
কৌতুক- দুই : বউমা আছে না!
সদ্য বিয়ে করা ছেলেকে সুঁই-সুতো নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে দেখে বাবা চেঁচিয়ে উঠলেন-
বাবা : আরে বল্টু, করিস কী তুই! তোরে বিয়া করাইলাম এইর লাইগা নাকি। তোর পাঞ্জাবির বোতাম তোর লাগাইতে হইবো কেন? বউমা আছে না!
বল্টু : বাবা, তুমি ভুল করছো। এটা তোমার বউমার পাঞ্জাবি, আমার না!
> আরও পড়ুন- আজকের কৌতুক : রেল লাইনে আত্মহত্যা
****
কৌতুক- তিন : ব্যাখ্যা শুনতে চাইনি
কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে বললেন বিচারক-
বিচারক : তুমি গত ১০ বছর ধরে স্ত্রীকে ভয় দেখিয়ে নিজের বাধ্যগত করে রেখেছ?
আসামি : মান্যবর, আমি আসলে সে রকম কিছুই করি নাই। ঘটনা হচ্ছে গিয়ে...
বিচারক : আমি তোমার ব্যাখ্যা শুনতে চাইনি। কী কায়দায় কাজটা করো, সেটা বলো আমকে তাড়াতাড়ি...
এসইউ/পিআর