আজকের কৌতুক : গার্লফ্রেন্ডরা তাকে ছেড়ে গেছে
কৌতুক- এক : গার্লফ্রেন্ডরা তাকে ছেড়ে গেছে
পাত্রীর বাবা : তা ছেলের ব্যবহার কেমন?
ঘটক : খুব ভালো। এক খুনের মামলায় ১০ বছর জেল হয়েছিল। ব্যবহার দেখেই তো জেল কর্তৃপক্ষ সাজা ২ বছর মওকুফ করেছে।
পাত্রীর বাবা : ছেলে আমার মেয়েকে যে কখনই ছেড়ে যাবে না, আমি কী করে বুঝব?
ঘটক : ছেলে এখনও পর্যন্ত কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি। বরং গার্লফ্রেন্ডরাই তাকে ছেড়ে গেছে।
আরও পড়ুন- আজকের কৌতুক : আম নিয়ে যতো কাণ্ড!
****
কৌতুক- দুই : আজকের মতো চালিয়ে নিন
বল্টু নিজের দোকানের কর্মচারীকে বলল-
বল্টু : আমি বাড়ি যাচ্ছি। কোনো খদ্দের ফেরাবি না। যা চাইবে তা দিবি। যদি দোকানে না থাকে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে ম্যানেজ করবি। বলবি আজকের মতো চালিয়ে নিন, কাল এনে দেব।
বল্টু যাওয়ার পরই এক খদ্দের এলো-
খদ্দের : ভাই টয়লেট পেপার আছে?
কর্মচারী : না দাদা। তবে শিরিষ কাগজ আছে। আজকের মতো চালিয়ে নিন, কাল টয়লেট পেপার এনে দেব।
আরও পড়ুন- আজকের কৌতুক : ফেসবুক পেজে রাধা
****
কৌতুক- তিন : ১৫ তারিখ তো অমাবস্যা
নান্টু : জানিস, সামনের ১৫ তারিখে নাকি চাঁদে রকেট পাঠানো হবে।
ভন্টু : যাহ, তুই মিথ্যা কথা বলছিস।
নান্টু : কেন?
ভন্টু : সামনের ১৫ তারিখ তো অমাবস্যা।
এসইউ/জেআইএম