আজকের জোকস : বাসর রাতে স্ত্রীর মুখে দুর্গন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০২ জুন ২০১৮

বাসর রাতে স্ত্রীর মুখে দুর্গন্ধ

ফুলশয্যার রাত। বিছানায় বসে সেন্টু ভাবছে, তার পা ঘামা আর মোজার দুর্গন্ধের কথাটা প্রথম রাতেই স্ত্রীকে জানিয়ে রাখা ভালো। তাহলে পরে সমস্যাটা কম হবে। কিন্তু কিভাবে শুরু করা যায়!

বিজ্ঞাপন

বিছানার ওপাশে বসে নতুন বউও ভাবছে, কিভাবে তার মুখের ভীষণ দুর্গন্ধের কথাটা এখনই স্বামীকে জানিয়ে দেওয়া যায়। এতক্ষণ তো খুব সামলে ছিল, কেউ টের পায়নি।

কিছুক্ষণ খেজুরে আলাপ সেরে সেন্টু স্ত্রীর গা ঘেঁষে বলল, ‘আমার তোমাকে কিছু বলার আছে। স্বীকারোক্তিও বলতে পারো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন স্ত্রী আরো ঘন হয়ে সেন্টুর কাছ ঘেঁষে তার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, ‘আমারো তাই।’
ছিটকে সরে গিয়ে সেন্টু চেঁচিয়ে উঠল, ‘এই সেরেছে! তুমি আমার মোজা খেয়ে ফেলেছ নাকি!’

****

স্ত্রী আর মেয়ের কথা মনে হয়নি?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিচারক : চুরি করার সময় একবারও তোমার স্ত্রী আর মেয়ের কথা মনে হয়নি?

চোর : হয়েছে, হুজুর।

বিচারক : তারপরও চুরি করলে কেন?

বিজ্ঞাপন

চোর : কিন্তু দোকানটায় শুধু ব্যাটাছেলের কাপড়ই ছিল।

****

ডেডবডি নামিয়ে নিয়ে গেল

বিজ্ঞাপন

এক যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্ট লালুকে ১০০ টাকা দিয়ে বলল-

যাত্রী : আরেকটু বরফ আনো তো, লাস্ট পেগটা মারি।

লালু : আর তো বরফ পাওয়া যাবে না স্যার।

বিজ্ঞাপন

যাত্রী : কেন?

লালু : ডেডবডি আগের স্টেশনে নামিয়ে নিয়ে গেল যে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।