আজকের কৌতুক : অলসদের জন্য বিশাল অফার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ২৮ এপ্রিল ২০১৮

কৌতুক- এক : অলসদের জন্য বিশাল অফার
শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন-
শিক্ষক : আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না।
ছাত্র : আমাদের এখন কী করতে হবে স্যার?
শিক্ষক : যারা অলস তাদের হাত তুলতে হবে।

এ কথা বলার পর ৪৯ জন ছাত্র হাত তুললো। কিন্তু একজন হাত তুললো না। স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন-
শিক্ষক : তুমি হাত তুলছো না কেন?
ছাত্র : স্যার, হাত তুলতেও কষ্ট হয়।

****

কৌতুক- দুই : চশমা পাল্টাতে হবে
রোগী গেলেন চোখের চিকিৎসকের চেম্বারে-
চিকিৎসক : আপনার চশমার পাওয়ারটা বদলাতে হবে।
রোগী : আরে, আপনি আমার চোখ না দেখেই কিভাবে বুঝলেন?
চিকিৎসক : আপনি দরজার বদলে জানালা দিয়ে ঢুকেছেন।

****

কৌতুক- তিন : রাস্তাটা কোথায় গেছে
১ম ব্যক্তি : ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি : কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি : কেন মজা করছেন ভাই?
২য় ব্যক্তি : মজা কেন করবো? বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।