অাজকের কৌতুক : মাথাটা এখানে রেখে যাচ্ছি
কৌতুক- এক : মাথাটা এখানে রেখে যাচ্ছি
এক পেত্নী মানুষের রূপ ধরে সেলুনে গেছে চুল কাটাতে-
নাপিত : পরে আসুন, এখন ব্যস্ত আছি।
পেত্নী : মাথাটা এখানে রেখে যাচ্ছি। চুল কেটে রাখবেন। আমি পরে এসে নিয়ে যাবো।
> আরও পড়ুন- আজকের কৌতুক : স্ত্রীর ছবি অনলাইন শপে পোস্ট
****
কৌতুক- দুই : ফেসবুকে এখন পর্যন্ত সিঙ্গেল
ফেসবুকে আসক্ত এক মেয়ে কলেজে গেল ভর্তি হতে-
শিক্ষক : নাম কী?
মেয়ে : অ্যাঞ্জেল জেরিন রেহমান।
শিক্ষক : এটা ফেসবুক না, কলেজ। আসল নাম বলো।
মেয়ে : সরি স্যার, মোসা. জরিনা খাতুন।
শিক্ষক : বয়স কত?
মেয়ে : ১৪ বছর।
শিক্ষক : বেয়াদব! এটা ফেসবুক না।
মেয়ে : সরি স্যার। বয়স ১৮ বছর।
শিক্ষক : পরিবারের সদস্য কতজন?
মেয়ে : আপাতত ৪৮ জন আছে। অনেকগুলো ঝুলে আছে। সেগুলো নিয়ে ৬০-৭০ জন হবে।
শিক্ষক : এটা কলেজ!
মেয়ে : সরি স্যার! পরিবারে মোট ৪ জন।
শিক্ষক : বৈবাহিক অবস্থা?
মেয়ে : সিঙ্গেল।
শিক্ষক : তোমার মা যে বলল, তুমি বিবাহিত?
মেয়ে : ও! হ্যা স্যার। আমি বিবাহিত। কিন্তু ফেসবুকে এখন পর্যন্ত সিঙ্গেল।
> আরও পড়ুন- আজকের কৌতুক : কৌশলে চোরকে ধোলাই
****
কৌতুক- তিন : আপনার হাত মধুর মধ্যে
এক ভণ্ড পীর আর বল্টুর মধ্যে কথা হচ্ছে-
বল্টু : হুজুর, আমি স্বপ্নে দেখলাম, আপনার হাত মধুর মধ্যে আর আমার হাত টয়লেটের মধ্যে।
ভণ্ড পীর : হবেই তো, আমি তো মহাজ্ঞানী আর তুই তো বোকা।
বল্টু : আমার কথা তো শেষ হয়নি।
ভণ্ড পীর : তো বাকিটাও বল।
বল্টু : তারপর আমি দেখি, আপনার হাতটা আমি চাটতাছি আর আপনি আমারটা।
এসইউ/পিআর