আজকের কৌতুক : ইঞ্জিনিয়াররাও ডেলিভারি করতে পারে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৮ মার্চ ২০১৮

কৌতুক- এক : ইঞ্জিনিয়াররাও ডেলিভারি করতে পারে
শিক্ষিকা : ‘থ্রি ইডিয়টস’ সিনেমা দেখে তোমরা কী শিক্ষা পেলে?
অরুণ : মিস এইটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়লেও মেডিকেলের মাইয়া পটানো যায়!
শিক্ষিকা : চুপ করো, বাহির হয়ে যাও।
ইমন : আমি বলি?
শিক্ষিকা : ভেরি গুড, বলো।
বরুণ : মিস, কলেজের প্রথম দিন আন্ডারওয়্যার অবশ্যই পড়তে হইবো!
শিক্ষিকা : গেট আউট!
রবিন : মিস, আমি বলবো?
শিক্ষিকা : হুম, তুমি ব্রিলিয়ান্ট ছেলে। তুমি ঠিক বলবা!
রবিন : মিস, মেয়েদের ডেলিভারি ডাক্তার ছাড়া ইঞ্জিনিয়াররাও করতে পারে।
শিক্ষিকা : গেট লস্ট!
ফয়সাল : আমি বলি ম্যাম?
শিক্ষিকা : হ্যাঁ, বলো!
ফয়সাল : ম্যাম, ফ্রেঞ্চ কিস করার সময় মাঝখানে নাক আসে না।

****

কৌতুক- দুই : মুখ সেলাই করে দেবো!
পাড়ার এক বখাটে ছেলে রড-সিমেন্টের দোকানে এসে বলল-
বখাটে : আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?
দোকানি : না।

পরদিন ছেলেটা আবার এসে জিজ্ঞেস করলো-
বখাটে : আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?
দোকানি : না বলছি না একদিন!

তার পরদিন ছেলেটি আবার এসে হাজির। বলল-
বখাটে : আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?
দোকানি : আমার সঙ্গে ফাজলামি করিস, না? খবরদার, আবার যদি এই প্রশ্ন করিস, তাহলে তোর মুখ সেলাই করে দেবো!

ছেলেটা পরদিন ঠিকই আবার হাজির। আজও বলল-
বখাটে : আচ্ছা, আপনার দোকানে সুঁই আছে?
দোকানি : না।
বখাটে : সুতো?
দোকানি : না।
বখাটে : আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?

****

কৌতুক- তিন : আপনার স্বামী কি জানেন
মাঝবয়সী কড়া মেজাজের মহিলা-
মহিলা : এই যে খোকা, তোমার মা কি জানেন যে, তুমি সিগারেট টানো?
খোকা : আচ্ছা ম্যাডাম, আপনার স্বামী কি জানেন যে আপনি রাস্তাঘাটে অচেনা লোকদের সঙ্গে কথা বলেন?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।