আজকের জোকস : হাতিটাই প্লাস্টিকের ছিল!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৪ মার্চ ২০১৮

হাতিটাই প্লাস্টিকের ছিল!

১ম বন্ধু : বল তো, একটা হাতির সামনে ১২টি কলা রাখা হলো, হাতিটা ১১টা খেলো কিন্তু ১টা খেলো না কেন?

বিজ্ঞাপন

২য় বন্ধু : ১টা কলা পচা ছিল।

১ম বন্ধু : না কলাটা প্লাস্টিকের ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২য় বন্ধু : তুই বল তো, একটা হাতির সামনে ১২টি কলা রাখা হলো, কিন্তু সে একটা কলাও খেলো না কেন?

১ম বন্ধু : ১২টা কলাই প্লাস্টিকের ছিল!

২য় বন্ধু : না হাতিটাই প্লাস্টিকের ছিল!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

আমি তোমাকে চিনি

লালু বিদেশ থেকে ফেরত এসেছে-

বিজ্ঞাপন

চাচা : লালু, বিদেশে অনেক দিন থাকলা। ইংরেজি তো জানো মনে হয়?

লালু : তা তো অবশ্যই!

চাচা : তাহলে বল তো, ‘আমি তোমাকে চিনি’ ইংরেজি কী?

বিজ্ঞাপন

লালু : এটা তো সহজ, আই সুগার ইউ!

চাচা : বাহ্ ভালো! এবার বল তো, ‘ভালোবাসা’ ইংরেজি কী?

লালু : ভাব নিয়ে! গুড হাউজ!

বিজ্ঞাপন

****

তোমার নাম লিখবো কোথায়?

প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে-

বিজ্ঞাপন

ছেলে : ও আমার প্রিয়া, তোমার নাম লিখবো কোথায়? হৃদয়ে না খাতার পাতায়?

মেয়ে : বেশি আবোল-তাবোল না করে, তোমার বাবার সম্পত্তির কাগজে তো লিখতে পারো?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।