আজকের জোকস : স্কুলপড়ুয়া মেয়ের স্ট্যাটাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১২ মার্চ ২০১৮

স্কুলপড়ুয়া মেয়ের স্ট্যাটাস

স্কুলপড়ুয়া মেয়েটি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলো- ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা... কী মজা!
সঙ্গে সঙ্গেই কমেন্ট করলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও!’

বিজ্ঞাপন

শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে মেয়েটির মা লিখলেন, ‘আজকে আয় বাড়িতে? তুই আজ ঘর ঝাঁড়ু দিবি, ঘর মুছবি এবং থালা-বাসন ধুবি!’

মায়ের কমেন্টে লাইক দিলো বাড়ির কাজের বুয়া!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

একটি কাঠি জ্বলে উঠলো

এক মাতাল সন্ধ্যার দিকে পকেট থেকে একটা ম্যাচ বের করে একের পর এক কাঠি ঘঁষে চললো। কিন্তু কোনো কাঠিই জ্বলছে না। অবশেষে একটি কাঠি জ্বলে উঠলো। তখন সে অতিযত্নে কাঠিটা নিভিয়ে ম্যাচ বাক্সে রেখে দিলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বন্ধু : কী রে, পোড়া কাঠি আবার রেখে দিলি কেন?

মাতাল : আরে বন্ধু, পুরো ম্যাচে মাত্র একটা কাঠি ভালো। এখনি যদি ব্যবহার করে ফেলি, তবে বাসায় গিয়ে হারিকেন জ্বালাবো কী দিয়ে?

****

বিজ্ঞাপন

তালাটা খুলতে পারছিলাম না

বিচারক : কী হে, তুমি ওই বাড়ির তালা ভাঙতে গেলে কেন?

চোর : কী করবো হুজুর, আমার কাছে যে চাবিগুলো ছিলো তার একটা দিয়েও তালাটা খুলতে পারছিলাম না, তাই ভাঙতে বাধ্য হলাম।

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।