আজকের জোকস : বিয়ে বাড়িতে সোনার চামচ চুরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১০ মার্চ ২০১৮

বিয়ে বাড়িতে সোনার চামচ চুরি
এক বিয়ের অনুষ্ঠানে এক বাংলাদেশি ও এক আমেরিকান খেতে বসেছে। তো সেই অনুষ্ঠানে সোনার চামচ দেওয়া হয়েছিল সবাইকে খাওয়ার সময় ব্যবহার করার জন্য। হঠাৎ আমেরিকানটা খাওয়ার মাঝখানে খুব সাবধানে নিজের প্যান্টের পকেটে একটা সোনার চামচ লুকিয়ে ফেলল। শুধু বাংলাদেশিটা এটা দেখল, কিন্তু কিছু বলল না।

খাওয়া শেষে সবাই যখন গল্প করছে। হঠাৎ বাংলাদেশিটা বলল, সে একটা ম্যাজিক দেখাবে। ম্যাজিক দেখতে সবাই তার চারপাশে এসে ভিড় করে দাঁড়ালো। তখন বাংলাদেশিটা একটি সোনার চামচ চাইলো একজনের কাছ থেকে।

বিজ্ঞাপন

বাড়ির মালিকের ছেলে তাকে একটি সোনার চামচ এনে দিলো। বাংলাদেশিটা সেই সোনার চামচ তার নিজের প্যান্টের পকেটে ঢুকাল। পরে আমেরিকানটাকে কাছে ডেকে এনে তার পকেট থেকে সোনার চামচ বের করল। ম্যাজিক দেখে সবাই খুব জোরে হাততালি দিয়ে উঠল।

সে চামচটি ফেরৎ দিয়ে দিলো আর পকেটে থাকা চামচটি নিয়ে চলে এলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

যেখানে পুরুষ যেতে পারে না
শ্রেণিকক্ষে বুদ্ধিমত্তা পরীক্ষা চলছে-
শিক্ষক : তোমরা কেউ এমন একটি জায়গার নাম বলতে পারো, যেটা পুরুষ বানিয়েছে কিন্তু সেখানে সে যেতে পারে না।
এক ছাত্র : আমি পারি স্যার।
শিক্ষক : পারলে বলে ফেল।
এক ছাত্র : লেডিস টয়লেট স্যার!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।