আজকের কৌতুক : শহুরে মশার সাক্ষাৎকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৪ মার্চ ২০১৮

কৌতুক- এক : শহুরে মশার সাক্ষাৎকার
সাংবাদিক : আপনারা ময়লা পানিতে ডিম পারেন কেন?
মশা : ভালো পানিতে ডিম পারলে মানুষ সেদ্ধ করে খেয়ে ফেলতে পারে।
সাংবাদিক : মশার কয়েলে মশা মরে না কেন?
মশা : মশা মরে গেলে কয়েল কারখানা বন্ধ হয়ে যাবে।
সাংবাদিক : আপনারা মানুষের কানের কাছে বসে ঘ্যান ঘ্যান করেন কেন?
মশা : পায়ের কাছে বা অন্য কোথাও করলে শুনতে পায় না।
সাংবাদিক : শুনেছি পুরুষ মশারা রক্ত খায় না? তাহলে কী খায়?
মশা : স্ত্রীর বকা খায়।
সাংবাদিক : মশারা কামড়ালে দেহে ডেঙ্গু জীবাণু প্রবেশ করে কেন?
মশা : মশারা শুধু কি নিয়েই যাবে, কিছু দেবে না? মশারা মানুষের মতো অকৃতজ্ঞ নয়!

****

কৌতুক- দুই : পিস্তলটা লুকাইয়া রাখছিলাম
এক ব্যাংকে ডাকাতি হয়েছে। এরপর ব্যাংক ম্যানেজার বললেন-
ম্যানেজার : টাকা-পয়সা ডাকাতে নিলো কিভাবে? তোমার কাছে পিস্তল ছিলো না।
গার্ড : স্যার, পিস্তলটা নিতে পারে নাই।
ম্যানেজার : কেন?
গার্ড : স্যার, আমি বুদ্ধি কইরা পিস্তলটা আমার মোজার ভেতরে লুকাইয়া রাখছিলাম।

****

কৌতুক- তিন : আমার বউ কি গর্ভবতী?
এক অশিক্ষিত লোক তার স্ত্রীকে নিয়ে গেছে শহরের ডাক্তারের কাছে-
লোক : আমার বউ কি গর্ভবতী?
ডাক্তার : আগে চেকআপ করতে হবে।

চেকআপ করার পর-
লোক : কী হয়েছে বলুন!
ডাক্তার : আপনার বউ গর্ভবতী নয়। পেটে হালকা গ্যাস হয়েছে।
লোক : আপনি ফাইজলামি করেন! আমি কি পাম্পার নাকি যে, আমার বউয়ের পেটে গ্যাস হবে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।