আজকের জোকস : প্রতিদিন চোখের জল ফেলবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৩ মার্চ ২০১৮

প্রতিদিন চোখের জল ফেলবে
স্ত্রী : কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আনোনি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামী : না, ঠিক তা নয়।
স্ত্রী : তাহলে?
স্বামী : পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।

> আরও পড়ুন- আজকের জোকস : বাচ্চা হইতে এসব লাগে!

বিজ্ঞাপন

****

কুকুরের লেজ কখনো সোজা হয় না
একদিন পল্টু একটা কুকুরের লেজ লোহার পাইপের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে! এটা দেখে তার এক বন্ধু বলল-
বন্ধু : কিরে পল্টু, তোর মাথায় কি ঘিলু বলতে কিছু নাই? জানোস না, কুকুরের লেজ কখনো সোজা হয় না।
পল্টু : আরে ব্যটা! আমারে কি তোর মতো গাধা পাইছোস, আমি তো কুকুরের লেজ দিয়া পাইপটা বাঁকানোর
চেষ্টা করতেছি!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন- আজকের জোকস : চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি

****

আজ বাড়িতে কেউ নেই
বিল্টুর প্রেমিকা একদিন বিল্টুকে বাড়িতে ডাকল। বাড়িতে গিয়ে বিল্টু বেল বাজালো। দরজা খুলল প্রেমিকার বোন। সে-ও খুব সুন্দরী ছিল। প্রেমিকার বোন মুচকি হেসে বলল-
বোন : তোমাকে আমার দারুণ লাগে। ভেতরে এসো না প্লিজ, আজ বাড়িতে কেউ নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিল্টু একটু হেসে বাইকের কাছে ফিরে গেল। ঠিক তখনই প্রেমিকার পুরো ফ্যামিলির লোকজন বেরিয়ে এলো। তার সততা ও ভদ্র ব্যবহার দেখে খুশি হয়ে তাদের বিয়ে পাকা করে দিলো।
বিল্টু : এখন কী করে যে বলি, আমি তো বাইকটা লক করে রাখতে যাচ্ছিলাম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।