আজকের কৌতুক : গল্পের জন্য ১০ বছর কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

কৌতুক- এক : গল্পের জন্য ১০ বছর কারাদণ্ড

হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে আসছিলেন বিচারক। এক সহকর্মী জিজ্ঞেস করলেন-

সহকর্মী : ঘটনা কী? হাসছেন কেন?

বিচারক : হা হা হা! এইমাত্র দারুণ মজার একটা গল্প শুনে এলাম।

সহকর্মী : তাই নাকি? বলুন তো গল্পটা, শুনি।

বিচারক : মাথা খারাপ? এই গল্প বলার জন্য একটু আগে আমি তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছি।

****

কৌতুক- দুই : দোকান খোলার আগে

বিচারক : আপনার অপরাধ?

অভিযুক্ত ব্যক্তি : আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম।

বিচারক : কতখানি আগে?

অভিযুক্ত ব্যক্তি : দোকান খোলার আগে।

****

কৌতুক- তিন : দূরে থাকার চেষ্টা করবো

উকিল বলছেন আসামিকে-

উকিল : এবারের মতো তোমাকে বেকসুর খালাস পাইয়ে দিলাম। কিন্তু এখন থেকে পাজি লোকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে।

আসামি : অবশ্যই স্যার। আমি অবশ্যই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবো।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।