আজকের জোকস : পাগলের লেখা চিঠি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

পাগলের লেখা চিঠি
মানসিক হাসপাতালের এক রোগী একমনে কী যেন লিখছেন। চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন চিকিৎসক। বললেন-
চিকিৎসক : কী হে, চিঠি লিখছেন নাকি?
রোগী : হু।
চিকিৎসক : কাকে লিখছেন?
রোগী : নিজেকে।
চিকিৎসক : বাহ্! ভালো তো। তা কী লিখলেন?
রোগী : আপনি কি পাগল নাকি মশাই? সবে তো চিঠিটা লিখছি। চিঠি পাঠাবো, দু’দিন বাদে চিঠিটা পাবো, খুলে পড়বো। তারপর তো বলতে পারবো কী লিখেছি!

****

ছোকলা রেখে কলা দাও
কৃপণ রঞ্জু মিয়া কলা কিনতে গিয়ে দরদাম করছেন-
রঞ্জু : কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা : তিন টাকা।
রঞ্জু : দুই টাকায় দেবে কিনা বলো?
বিক্রেতা : বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রঞ্জু : এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলা দাও!

****

কাল কত প্রকার
শিক্ষক : কাল কত প্রকার ও কী কী?
ছাত্র : কাল ৩ প্রকার। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কাল!
শিক্ষক : উদাহরণ দে তো!
ছাত্র : আমি গতকাল পড়ি নাই- এইটা অতীত কাল। আমি এখন পড়তেছি না- এইটা বর্তমান কাল। আমি কালকে পড়তে বসবো- এইটা ভবিষ্যৎ কাল!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।