আজকের কৌতুক : জীবন বলে কিছু নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কৌতুক- এক : জীবন বলে কিছু নেই

প্রথম বন্ধু : জানিস, আমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস- সব কয়টিতে অ্যাকাউন্ট আছে।

দ্বিতীয় বন্ধু : বলিস কী! তোর তো তাহলে জীবন বলে কিছু নেই।

প্রথম বন্ধু : তাই তো! জীবনের লিঙ্কটা দিস তো!

****

কৌতুক- দুই : কাজ করতে পারছি না

পল্টু বিশ্বাস ফোন করলেন কম্পিউটারের দোকানে। বললেন-

পল্টু : আমার কম্পিউটারের কোনো কিছুই কাজ করছে না।

দোকান : তারপর...

পল্টু : আমি, আমার ছেলে, আমার স্ত্রী- কেউই কাজ করতে পারছি না।

দোকান : আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, জানেন?

পল্টু : হ্যাঁ, অবশ্যই! ফেসবুক!

****

কৌতুক- তিন : কিছুক্ষণের জন্য ছাড়তে হবে

ম্যাজিস্ট্রেট : বিশ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ’ টাকা জরিমানা করা হলো।

পকেটমার : আমার কাছে মাত্র বিশ টাকা আছে, স্যার।

ম্যাজিস্ট্রেট : জরিমানা পুরোটাই দিতে হবে।

পকেটমার : বাকি টাকা এক্ষুণি এনে দিতে পারি।

ম্যাজিস্ট্রেট : কীভাবে?

পকেটমার : কিছুক্ষণের জন্য ছাড়তে হবে!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।