আজকের জোকস : আলাদা আলাদা প্যাকেটে দেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

আলাদা আলাদা প্যাকেটে দেন
আবুল মিয়া ফলের দোকানদার। একদিন তার দোকানে এলেন এক অদ্ভুত ক্রেতা-
ক্রেতা : আমাকে এক কেজি আপেল দিন তো। প্রতিটা আপেল আলাদা আলাদা প্যাকেটে দেন।
আবুল : এই নিন।
ক্রেতা : হুম, এবার আমাকে এক কেজি আম দিন। এ ক্ষেত্রেও প্রতিটা আম ভিন্ন ভিন্ন ঠোঙায় দেবেন।
আবুল : দিলাম। আর কিছু?

ক্রেতা তখন দেখছিলেন আবুল মিয়ার দোকানে আর কী কী আছে। আবুল দ্রুত দুই হাতে আঙুরগুলো আড়াল করে বললেন-
আবুল : ভাই, আমি আঙুর বিক্রি করি না!

****

কতবার বলা যায়
প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে-
প্রেমিকা : আচ্ছা, আমি দেখতে কেমন?
প্রেমিক : খুব সুন্দর।
প্রেমিকা : আবার বলো তো।
প্রেমিক : সুন্দর।
প্রেমিকা : প্লিজ, আবার বলো।
প্রেমিক : আরে বাবা, একটা মিথ্যা কথা আর কতবার বলা যায়।

****

কীভাবে বের করলে
দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক-
চিকিৎসক : বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?
প্রথম পাগল : ৩৯৮।

হতাশ হয়ে চিকিৎসক দ্বিতীয়জনকেও একই প্রশ্ন করলেন-
দ্বিতীয় পাগল : মঙ্গলবার।

এবারও হতাশ হয়ে চিকিৎসক তৃতীয়জনকেও একই প্রশ্ন করলেন-
তৃতীয় পাগল : ৯।
চিকিৎসক : ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে?
তৃতীয় পাগল : খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।