আজকের কৌতুক : বয়সের কথা শুনে দাঁড়িয়ে গেল
কৌতুক- এক : বয়সের কথা শুনে দাঁড়িয়ে গেল
দুটি মেয়ে বাসে উঠে একই সিটে বসা নিয়ে ঝগড়া করছে। ঝগড়া শুনে এগিয়ে গেলেন কন্ডাক্টর-
কন্ডাক্টর : কী ব্যাপার, ঝগড়া করছেন কেন?
প্রথম মেয়ে : আমি এখানে বসবো।
দ্বিতীয় মেয়ে : না, এখানে আমি বসবো।
কন্ডাক্টর : আপনাদের মধ্যে যে বয়সে বড় সে বসে যান।
তারপর আর কী? দু’জনেই সারা রাস্তা দাঁড়িয়ে রইলেন।
আরও পড়ুন- আজকের কৌতুক : মদ ছাড়ার খুশিতে দুই পেগ
****
কৌতুক- দুই : কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা
একবার এক মেয়ে আলাদিনের চেরাগ পেল। ঘঁষা দিতেই দৈত্য হাজির। তারপর মেয়েটির তিনটি ইচ্ছা-
১ম ইচ্ছা, আমাকে অনেক ধৈর্যশীল করে দাও।
২য় ইচ্ছা, পৃথিবীর যতো প্যাঁচ আর কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা দাও।
৩য় ইচ্ছা, এমন কিছু দাও- যা কোনদিন শেষ হবে না।
ইচ্ছা শুনে দৈত্যটা তাকে হিন্দি সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!
আরও পড়ুন- আজকের কৌতুক : আমাগো বাড়িতে তো কুত্তা নাই
****
কৌতুক- তিন : উকিল তুমি না আমি
উকিল সাক্ষীকে জেরা করছেন-
উকিল : যে স্থানে খুন হয়েছে, তা গ্রাম থেকে কত মাইল দূরে হবে?
সাক্ষী : স্যার, প্রায় আট মাইল হবে।
উকিল : সেখানে যেতে কতক্ষণ লাগবে?
সাক্ষী : কিসে যেতে স্যার?
উকিল : মনে করেন প্লেনে।
সাক্ষী : স্যার, সেখানে প্লেন যায় না।
উকিল : রেল অথবা মোটরে?
সাক্ষী : সেখানে যাবার কোন রাস্তা নেই স্যার!
উকিল : তাহলে সেখানে কিসে যেতে হয়?
সাক্ষী : পানিপথে স্যার!
উকিল : বেশ, তবে পানিপথে যেতে কতক্ষণ সময় লাগে?
সাক্ষী : কিসে চড়ে স্যার, স্টিমারে না নৌকায়?
উকিল : মনে কর নৌকায়।
সাক্ষী : স্যার, পাল তুলে না পাল ছাড়া?
উকিল : মনে করো পাল ছাড়া।
সাক্ষী : স্যার! উজানে না ভাটিতে?
উকিল : রেগে, এতো জেরা যে করছ, উকিল তুমি না আমি?
সাক্ষী : স্যার, রাগ করেন কেন। কোথায় খুন হয়েছে, আমি তো কিছুই জানি না।
এসইউ/এমএস