আজকের জোকস : যৌতুক হিসেবে উড়োজাহাজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

যৌতুক হিসেবে উড়োজাহাজ
এক যৌতুক লোভী ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। মেয়ে তার পছন্দ হলো। এরপর সে মেয়েকে বলল-
ছেলে : আপনাকে তো আমার পছন্দ হয়েছে কিন্তু আপনার বাবা কি আমার ডিমান্ড পূরণ করতে পারবেন?
মেয়ে : কী ডিমান্ড?
ছেলে : না মানে, আসলে আপনি তার একমাত্র মেয়ে। আপনার খুশির জন্য তো একটা গাড়ি হলে ভালো হয়। উনি কি তা পারবেন?
মেয়ে : আমার বাবার তো উড়োজাহাজ দেওয়ার সামর্থ আছে, আপনার বাবার কি এয়ারপোর্ট বানানোর সামর্থ আছে?

****

ছেলে বড় হয়ে কী হবে?
বাবা : মাস্টার সাহেব।
শিক্ষক : জ্বি, বলুন।
বাবা : আপনার কী মনে হয়, আমার ছেলে বড় হয়ে কী হবে?
শিক্ষক : মনে হয় মহাকাশচারী হবে।
বাবা : কেন? এতো কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন?
শিক্ষক : বারবার বুঝিয়ে দেওয়ার পরও যখন পড়া জিজ্ঞেস করি, তখন দেখলে মনে হয় ও যেন আকাশ থেকে পড়ল।

****

এটা কি চাঁদ নাকি সূর্য?
একদিন চাঁদনি রাতে রিমন আর ইমন মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রিমন অাকাশের দিকে তাকিয়ে ইমনকে বলল-
রিমন : দেখ দেখ, আকাশে কী সুন্দর সূর্য উঠেছে!
ইমন : আরে না, এটা চাঁদ!

কিন্তু রিমন মানছেই না। এ নিয়ে চলছে তাদের তর্ক। ঠিক এসময় রাস্তার পাশ দিয়ে রাকিব যাচ্ছিল। তাই দু’জনেই রাকিবকে ডেকে বলল-
দু’জন : আচ্ছা, আকাশে এটা কি চাঁদ নাকি সূর্য?
রাকিব : আমি কী করে জানবো ভাই? আমি তো এ এলাকায় নতুন!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।