আজকের কৌতুক : বৌদি দরজাটা খোলো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ এএম, ৩০ অক্টোবর ২০১৭

কৌতুক- এক : বৌদি দরজাটা খোলো
একদিন দুপুরবেলা ‘কার্তিক’ তার ‘বৌদি’র বাসায় গেল–
কার্তিক : বৌদি, বৌদি দরজা খোলো।

বৌদির কোনো সাড়া না পেয়ে–
কার্তিক : বৌদি আমি তারাশঙ্করের ছেলে কার্তিক, দরজাটা খোলো।

তা-ও বৌদির কোন সাড়া নেই–
কার্তিক : বৌদি দরজাটা খোলো, ভগবানের দিব্যি- বাসা থেকে খেয়ে এসেছি।
বৌদি : ওরে দুষ্টু! আগে বলবি নে!

****

কৌতুক- দুই : এতটুকু ব্যথায় কিছু হয়?
মা দেখলো ছেলে গাল চেপে ধরে কাঁদছে–
মা : কিরে কাঁদছিস কেন?
ছেলে : বাবা দেয়ালে পেরেক মারতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছে।
মা : তো এতে কাঁদার কী আছে? বাবা বড় মানুষ না, এতটুকু ব্যথায় তার কিছু হয়?
ছেলে : আমি তো প্রথমে হেসেছিলাম, সে জন্যই তো বাবা আমাকে…

****

কৌতুক- তিন : ঠিকমতোই পালাইছি!
পাগলাগারদের টেলিফোনটা বেজে উঠলো। রিসিপশনিস্ট মেয়েটা ফোন ধরে বললেন-
মেয়ে : হেল্লো, কিভাবে সাহায্য করতে পারি?
লোক : আপা, দেখেন তো রুম নম্বর ৪৭ এ কেউ আছেনি?
মেয়ে : জ্বি না, কেউ নাই, আপনি কাকে চাচ্ছেন?
লোক : দেখেন তো ভালোভাবে, কেউ আছে কি না, সিওর হইয়া বলেন না প্লিজ।
মেয়ে : না রে ভাই, দেখে এলাম কেউ নাই। আপনি কাকে চাচ্ছেন?
লোক : যাক, তাইলে ঠিকমতোই পালাইছি!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।