আজকের জোকস : বিখ্যাত পরিচালকের গালে চড়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৬ অক্টোবর ২০১৭

বিখ্যাত পরিচালকের গালে চড়
এক চাইনিজ ভদ্রলোক এক বারে গেলেন। গিয়ে দেখলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ বসে আছেন। তিনি আনন্দে উদ্বেলিত হয়ে তার সাথে কথা বলতে গেলেন-
চাইনিজ : আমি আপনার একজন ভক্ত। আমি কি আপনার একটি অটোগ্রাফ পেতে পারি?

চাইনিজকে চমকে দিয়ে স্পিলবার্গ তার গালে একটি চড় বসিয়ে দিয়ে বললেন-
স্পিলবার্গ : আমি তোমাদের ঘৃণা করি। তোমরাই আমাদের ‘পার্ল হারবারে’ বোমা ফাটিয়েছিলে।
চাইনিজ : সেটা তো চীন নয়, বোমা ফাটিয়েছিল জাপান!
স্পিলবার্গ : আমার কাছে চাইনিজ, জাপানি, তাইওয়ানি সব এক।

সাথে সাথে চাইনিজের এক চড়ে স্পিলবার্গের গোটা শরীর নড়ে উঠলো। বিস্মিত স্পিলবার্গকে চাইনিজ বললেন-
চাইনিজ : ব্যাটা, তুই টাইটানিক জাহাজকে ডুবিয়েছিলি আর তাতে প্রচুর লোকের প্রাণহানি ঘটেছিল।
স্পিলবার্গ : ওটা তো আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবেছিল!
চাইনিজ : ওই একই কথা। আইসবার্গ, জোহানেসবার্গ, স্পিলবার্গ- সব একই কথা!

****

পুরান ঢাকার খালা-ভাগ্নে
পুরান ঢাকাইয়া এক খালা তার দুই ভাগিনাকে নিয়ে বাজার গেছে। খালা সবকিছু দেখে কিন্তু কেনেন না।
ছোট ভাগিনা : খালা হালারে নিয়া বাজারে আইলেই হালার ঝামেলা, হালায় এইডা দেহে হেইডা দেহে মাগার কিচ্ছুই হালায় কিনে না।
বড় ভাগিনা : ধুর হালার ঘরের হালা, খালারে কেউ হালা কয়! হালা মুরুব্বী না।
খালা : হালার এমুন পোলা জন্ম দিছে, কুনো আদব লেহাজ শিখে নাইক্কা। তোগো বাপ হালায় আইজকা আহুক, বিচার দিয়া সব হালার পিঠের চামড়া খোয়ামু।

****

দশবার পিটাইছে
দুই বন্ধুর কথোপকথন-
খোকন : কিরে রোকন, তোর কী হইছে? এমন আউলা লাগতাছে কেন? মারামারি করছোস না কি?
রোকন : আর বলিস না! গতকাল আমাকে দশজনে পিটাইছে।
খোকন : তো, তুই কী করলি?
রোকন : আমি রাগে বললাম, শালারা একটা একটা করিয়া আয়।
খোকন : তারপর?
রোকন : তারপর আবার কী, শালারা একটা একটা করিয়া আইসা আরো দশবার পিটাইছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।