আজকের জোকস : নড়াচড়াও করতে দেয়নি!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৪ অক্টোবর ২০১৭

নড়াচড়াও করতে দেয়নি!
এক শিক্ষক পরীক্ষার হলে নকল করতে দিয়ে ছাত্রদের বলছে-
শিক্ষক : তোরা বাইরে গিয়ে আবার বলিস না যে, আমি নকল করতে দিয়েছি!
পাপ্পু : আরে না স্যার, কী যে বলেন! বাইরে গিয়ে বলব, স্যার বহুত বজ্জাত ছিল। ব্যাটা ফকিরনির পুত পরীক্ষার হলে নড়াচড়াও করতে দেয়নি!

****

এটা কিছুই পারে না
এক লোক দোকানে দেখল তিনটি তোতা পাখি রাখা আছে বিক্রির জন্য। সে দাম জানতে গিয়ে অবাক হল যে, তিনটির দামই চড়া! তখন তোতা পাখির মালিক বলল-
মালিক : প্রথম পাখিটি ‘এমএস ওয়ার্ড’ পারে, তাই দাম দশ হাজার টাকা। দ্বিতীয়টি বিশ হাজার টাকা, কারণ সে ‘প্রোগ্রামার’!
লোক : তা বুঝলাম! কিন্তু তৃতীয়টির দাম পঞ্চাম হাজার কেন?
মালিক : স্যার, সত্যিকারে এটা কিছুই পারে না, কিন্তু বাকি দুইটি এটাকে বস ডাকে তাই!

****

বাম হাত দিয়া দিলাম
এক শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে বাম হাত কেটে গেছে। সবাই বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। একজন বলল-
লোক : ভাই, তা-ও তোমার কপালডা ভালা, ডাইন হাত না কাইট্টা বাম হাত কাটছে।
শ্রমিক : আরে ব্যাডা কী কছ! আমার বুদ্ধি আছে না, যখনই দেখলাম ডান হাত কাটা পড়তেসে, তক্ষণি ডান হাত সরাইয়া বাম হাত দিয়া দিলাম।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।