আজকের কৌতুক : বিয়ে করতে কী কী লাগে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৮ অক্টোবর ২০১৭

কৌতুক- এক : বিয়ে করতে কী কী লাগে
যুবক : আসতে পারি?
কাজী : আসুন।
যুবক : ধন্যবাদ।
কাজী : বসুন এবং বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
যুবক : জ্বি মানে, একজন ছাত্রের বিয়ে করতে কী কী লাগে?
কাজী : কার জন্য?
যুবক : আমার জন্য।
কাজী : পাত্রী লাগবে, এসএসসি পরীক্ষার সনদ, দুই জন সাক্ষী, একশ’ টাকার স্ট্যাম্পের একটি দলিল। আর বাকি থাকে কাবিননামা। ওটার ব্যবস্থা আমি করব। বাকিগুলোর ব্যবস্থা আপনি করেন।
যুবক : সব ব্যবস্থাই করতে পারব, তবে একটা কথা ছিল।
কাজী : কী কথা?
যুবক : পাত্রীর এখানে আসাটা কী জরুরি? ওরে না জানায়া কাজটা সারা যায় না? ধরেন ওরে একটা সারপ্রাইজ দিলাম আর কি!

****

কৌতুক- দুই : বসের সঙ্গে কেরানির বউ
বসের ভয়ে সর্বদাই তটস্থ থাকে সেই অফিসের এক কেরানি। একদিন সে তার সহকর্মীকে বলল-
কেরানি : ভাই, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। কী করি বলো তো?
সহকর্মী : স্যার তো এখন অফিসে নাই, তুমি বরং বাড়ি চলে যাও।

সহকর্মীর কথায় সাহস করে সে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখে বস তার স্ত্রীর সঙ্গে হাসাহাসি করছে। ভয়ে সে তখনই অফিসে ফিরে গেল। একটু দম নিয়ে সহকর্মীকে বলল-
কেরানি : তোমার কথামতো বাড়ি গিয়ে প্রায় ধরা পড়ে গিয়েছিলাম!

****

কৌতুক- তিন : লিপস্টিকের বদলে গ্লুস্টিক
বাবা : প্রতিদিন সামান্য ব্যাপার নিয়ে চিত্কার করে বাড়ি মাথায় তোলা তোর মা আজকে এতো চুপচাপ বসে আছে কেন রে?
ছেলে : তেমন কিছু না বাবা। মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল, কিন্তু আমি ভুলে গ্লুস্টিক দিয়ে দিয়েছি।
বাবা : ধন্যবাদ, বাপের বেটা।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।